ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না ॥ গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিত: ০৬:২৪, ১ জানুয়ারি ২০১৮

শেখ হাসিনা না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না ॥ গণশিক্ষা মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩১ ডিসেম্বর ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, একেক ব্যক্তির জন্য আমরা একেকভাবে বিশ্বে সমাদৃত হই। বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশ পেয়েছি এবং সারা বিশ্বে আমরা পরিচিতি পেয়েছি। অনুরূপ শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্বে নতুন মাত্রায় অধিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা না থাকলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হতো না। রবিবার কালিহাতী উপজেলার খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের শতবছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিহাতীর সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহীনা আক্তার প্রমুখ। মির্জাপুর নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে মডেল ধরে সারাদেশে আমরা কিছু প্রকল্প দেব। শিক্ষকদের বিদেশে প্রশিক্ষণে না পাঠিয়ে আমরা এখানেও পাঠাব। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান রবিবার মির্জাপুরে বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজনের উদ্দেশে এক বক্তৃতায় এ কথা বলেছেন।
×