ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধী কমিটি ॥ ১২ এনজিও নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:১৭, ১ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধী কমিটি ॥ ১২ এনজিও নিষিদ্ধ

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ সরকারের প্রত্যাবাসন প্রক্রিয়া বানচাল করতে দেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে বাছাই করে ২৫০ জনের সন্ত্রাসী রোহিঙ্গাকে নিয়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। টেকনাফ ও উখিয়ায় ১২টি রোহিঙ্গা ক্যাম্পে গঠিত কমিটির ২০ জন করে রোহিঙ্গা বিদ্রোহীরা (আরসা) প্রতিটি শেডে গিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে না যেতে ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে চলছে। তাবলীগের বাহনায় ৭ জন পাকিস্তানী ও মালয়েশিয়ার নাগরিক (জঙ্গী) রোহিঙ্গা ক্যাম্প ঘুরে ও একাধিক এনজিওর সঙ্গে সাক্ষাত করে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিদ্রোহী গ্রুপের সদস্যদের এ সিদ্ধান্ত দিয়েছে বলে সূত্রে জানা গেছে। দেশে ঘাপটি মেরে থাকা আরএসও ক্যাডাররা নব্য জেএমবি (জঙ্গী) সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে অভিযোগ উঠেছে। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা রবিবার ভোররাতে অভিযান চালিয়ে উখিয়ার কোট বাজার থেকে নব্য জেএমবির মোঃ শরফুল আউয়াল নামে এক সদস্যকে গ্রেফতার করেছে। সরকারের প্রত্যাবাসন সিদ্ধান্তের বিরোধী কর্মকা-ের পেছনে নাটের গুরু হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশী দাবিদার মৌলবি ওসমানসহ একাধিক রোহিঙ্গা জঙ্গী। র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন রবিবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গী শরফুল আউয়ালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।
×