ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২০১৮ সালে সাফ ফুটবলের আয়োজক হতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ ডিসেম্বর ২০১৭

২০১৮ সালে সাফ ফুটবলের আয়োজক হতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে এখনও হয়নি সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী বছর সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাফ ফুটবলের দশম আসর। সেই সঙ্গে আরও চারটি টুর্নামেন্টের সিডিউল আছে। তাই ২০১৮ সালে বাংলাদেশের সামনে সফল আয়োজক হওয়ার চ্যালেঞ্জ। এজন্য এখনই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শুরু করে দেয়া প্রয়োজন বলে মনে করছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি জানান, ‘নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ, অনুর্ধ-১৫ ও ১৮ টুর্নামেন্ট এবং ছেলেদের অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা রয়েছে আগামী বছর। বয়সভিত্তিক এই টুর্নামেন্টগুলো কোন ভেন্যুতে আয়োজন করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সামনের বছর মার্চে সাফের কংগ্রেস। সেখানেই ঠিক করা হবে সব। তবে সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে- তা ঠিক হয়ে আছে আগেই। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে করুণ দশা, তাতে এ অবস্থায় কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করাটাও অসম্ভব। এরই মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই স্টেডিয়ামের মাঠ সংস্কারের জন্য বাফুফেকে জানানো হয়েছে সাফের পক্ষ থেকে। হেলালও মনে করেন দ্রুত স্টেডিয়ামের সংস্কারে কাজ শুরু করা দরকার।
×