ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীর অগ্নিকাণ্ডে কয়েকটি কারখানা ও ১০ ঝুপড়ি ঘর পুড়ে গেছে

প্রকাশিত: ০৬:২৩, ৩১ ডিসেম্বর ২০১৭

রাজধানীর অগ্নিকাণ্ডে কয়েকটি কারখানা ও ১০ ঝুপড়ি ঘর পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে কালসি এলাকায় কয়েকটি ছোট কারখানা, একটি প্লাস্টিকের গুদাম ও কয়েকটি ঘর আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার বেলা ২টা ৪০ মিনিটে কালশী মোড়ের বাউনিয়া বাঁধ এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর জানা যাবে। তবে কেউ হতাহত হয়নি। রাজধানীতে মাদকসহ আটক ১৫ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন নেস্ট রেস্টুরেন্ট এ্যান্ড বারে অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদ ও বিয়ারসহ ১৫ জনকে আটক করেছে র‌্যাব। এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে র‌্যাব। আটকরা হলেন- বারের ম্যানেজার আরিফুল ইসলাম, কর্মচারী রেজাউল হক সুমন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, হাবিবউল্লাহ হাছান, শামীম হোসেন ওরফে আঃ রহমান, আলা উদ্দিন, নিলয় রোজারিও, রানা, শুভংকর দাস, আলম বিশ্বাস, অমিত পালমা , সুজন মিয়া, সজল চন্দ্র দে ও শ্যামল ডালী। অভিযানে বার থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৪ বোতল বিদেশী মদ, ৪৬০ বোতল দেশীয় ব্র্যান্ডের মদ, ১ দশমিক ৫ লিটারের ৪টি মাম পানির বোতলে রক্ষিত বিদেশী মদ, ১৯৩৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির নগদ দুই লাখ ৯৭ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।
×