ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের বন্যা

প্রকাশিত: ০৫:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৭

রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের বন্যা

স্টাফ রিপোর্টার ॥ প্রশ্ন ফাঁসসহ অসুস্থ প্রতিযোগিতা বন্ধে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা এখন আর হয়না। তবে তারপরেও রাজধানীর নামী প্রতিষ্ঠানের ফল জানার আগ্রহ থাকে অনেকেরই। শনিবার পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনীর ফল প্রকাশের সঙ্গে সঙ্গে নামীসব প্রতিষ্ঠানের ফল নিজেরাই বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে। তুলনামূলকভাবে এসব প্রতিষ্ঠানে ভাল ফল হওয়ায় প্রতিষ্ঠানগুলো জুড়ে ছিল আনন্দের বন্যা। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় অসুস্থতাজনিত কারণে একজন ছাড়া সবাই ভাল ফল করেছে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে। প্রাথমিককে পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬৬১ জন। জেএসসিতে এক হাজার ৭০১ জন পেয়েছে জিপিএ-৫। অধ্যক্ষ নাজনীন ফেরদৌস জানান, তাদের পাসের হার প্রায় শতভাগ। দুই পরীক্ষা মিলে অংশ নিয়েছিল মোট তিন হাজার ৪৮৩ শিক্ষার্থী। এদের মধ্যে মাত্র একজন অকৃতকার্য হয়েছেন অসুস্থতার কারণে। এ ফলাফলে আমরা সন্তুষ্ট, তবে আমাদের আরও ভাল করার সুযোগ রয়েছে। আগামীতে সেই চেষ্টাই অব্যাহত থাকবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ২ জন শিক্ষার্থী বাদে সবাই পাস করেছে। পাসের হার ৯৯ দশমকি ৮৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৩ শতাংশ। সে হিসেবে এবার মতিঝিল আইডিয়ালের পাসের হার আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। পাসের হার কমলেও এবার ঢাকা শহরের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। আগের বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেশি হয়েছে ২ হাজার ৪টি। অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, পাসের হার নিয়ে আমরা সন্তুষ্ট। রাজধানীর ঢাকা রেসিডেনিসয়াল মডেল কলেজে সব শিক্ষার্থীই কৃতকার্য হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে এবার অংশ নিয়েছে ৩০০ শিক্ষার্থী। এদের মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। বাংলা মাধ্যম থেকে অংশ নেয়া ২০০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। ইংরেজী মাধ্যমে ১০০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন। অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম জানান, সাম্প্রতিককালে গৃহীত বিশেষ একাডেমিক কার্যক্রম, কলেজের শিক্ষা ও সহ-পাঠ্যক্রমিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনায়ন ও উন্নয়ন সাধন, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ও একাধিক মডেল টেস্ট গ্রহণ এ বছরে প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। প্রাথমিক ও জেএসসি’তে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য দেখিয়েছে। এবছর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখায় মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে বাংলা ও ইংরেজী মাধ্যমে এক হাজার ১৩২ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উভয় মাধ্যমে পাসের হার ১০০ ভাগ এবং জিপিএÑ৫ অর্জন করেছে এক হাজার ৯৯ জন। জিপিএÑ৫ অর্জনের হার ৯৭. দশমিক ০৮ শতাংশ। জেএসসিতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ থেকে বাংলা ও ইংরেজী মাধ্যমে এক হাজার ১৩৫ জন ছাত্রÑছাত্রী পরীক্ষায় অংশ নেয় এবং উভয় মাধ্যমে পাসের হার ১০০ ভাগ। জেএসসিতে জিপিএÑ৫ পেয়েছে ৮৪৩ জন। জিপিএÑ৫ অর্জনের হার ৭৪ দশমিক ২৭ শতাংশ। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম বলেন, শিশুদের পরীক্ষায় সেরা ফলাফল অর্জন আমাদের অভিজ্ঞতা ও সর্বাত্মক প্রচেষ্টার ফসল। শিশুবান্দব পড়ার পরিবেশ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা ছিলো বলেই আমরা প্রত্যাশা মতো ভাল ফলাফল করতে পারছি।
×