ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন সেই এসি ল্যান্ড

প্রকাশিত: ০৫:৫১, ২৯ ডিসেম্বর ২০১৭

নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন সেই এসি ল্যান্ড

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিনিয়র এক আইনজীবীকে সাজা দেয়া কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন। ভবিষ্যতে যেন ভ্রাম্যমাণ আদালত আইনের অপব্যবহার না হয় সে ব্যাপারে তাকে সতর্কও করে দিয়েছেন আদালত। বিরোদা রানী বুধবার বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিয়ে মৌখিকভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। কিন্তু মৌখিকভাবে ক্ষমা চাওয়ায় আদালত উষ্মা প্রকাশ করে লিখিতভাবে ক্ষমার আবেদন করার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার আদেশের জন্য রাখে। সে অনুযায়ী বৃহস্পতিবার লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে সতর্ক করে ক্ষমা করে দেয়। আদালতে এসিল্যান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব। ঘটনাটি আদালতের নজরে আনা আইনজীবী সৈয়দ মহিবুল কবির ও আইনজীবী কাজী হেলাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও মামলাটির শুনানিকালে সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ভ্রাম্যমাণ আদালতের অপব্যবহার রোধে হাইকোর্টের নির্দেশনা চান।
×