ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামীকাল প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল

প্রকাশিত: ০৪:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭

আগামীকাল প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শনিবার একই দিনে প্রকাশ হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তরের পর দুপুর ১টায় প্রাথমিক ও ইবতেদায়ী এবং এক ঘণ্টা পর ২টায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করবে স্ব স্ব মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মঞ্জুর কাদির জানিয়েছেন, সকালে রীতি অনুসারে প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও ইবেতেদায়ীর ফলাফলের কপি হস্তান্তর করবেন প্রাথমিক শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এরপর দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এর পরপরই সারাদেশের মানুষ ফল জানতে পারবেন। প্রাথমিক সমাপনীতে এবার অংশ নিয়েছে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ছাত্র এবং ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন ছাত্রী। ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র এক লাখ ৫৩ হাজার ১৫২ জন এবং ছাত্রী এক লাখ ৩৮ হাজার ৪১৪ জন। এদিকে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি হস্তান্তরের পর দুুপুর ২টায় সচিবালয়ে জেএসসি ও জেডিসির ফল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই দিন সকালে প্রধানমন্ত্রী নতুন বছরের বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এর আগেও বিভিন্ন সময় একই দিনে ফল প্রকাশের নজির আছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জেএসসি-জেডিসিতে অংশগ্রহণকারী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে শানিবার। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানতে পারবে। এ বছর ২৮ হাজার ৬২৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে অংশ নেয়। মোট পরীক্ষার্থী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। জেএসসিতে ছাত্রের সংখ্যা নয় লাখ ৭১ হাজার ৩৩৬ জন এবং ছাত্রী ১১ লাখ ১৮ হাজার ৯৪১ জন। জেডিসিতে ছাত্রের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৪৪২ জন এবং ছাত্রী দুই লাখ ৫ হাজার ১০১ জন। এবার বিদেশের নয়টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৬৫৯ জন শিক্ষার্থী।
×