ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া সম্পন্ন

প্রকাশিত: ০৪:২২, ২৯ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া সম্পন্ন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৭’ এর অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলে দুই দিনব্যাপী সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। চট্টগ্রামস্থ বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) আয়োজিত এ সেমিনারের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে সমুদ্র সম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবহার, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে সমুদ্র সম্পদকে কাজে লাগাতে মেরিটাইম শিক্ষাকে শক্তিশালীকরণ ও সমুদ্রপথে সন্ত্রাস দমনে করণীয় বিষয়সমূহের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও, ব্লু অর্থনীতির ধারণা উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জসমূহ, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ব্যবস্থাপনা ও গভীর সমুদ্রে মৎস্য আহরণ এর সম্ভাবনা বিষয় আলোচিত হয়। আলোচকগণ জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওসানোগ্রাফিক সেন্টারের অবদানসমূহ এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গভীর সমুদ্র বন্দর স্থাপনের বিভিন্ন উপকারিতা বিষয়ে আলোচনা করেন। বৃহৎ ও আন্তর্জাতিক সমুদ্র মহড়া সফলভাবে সম্পন্ন করায় দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে বলে বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করেন।
×