ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুসলমান থাকতে পারে না ॥ আইজিপি

প্রকাশিত: ০৬:২২, ২৭ ডিসেম্বর ২০১৭

ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুসলমান থাকতে পারে না ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পুলিশের আইজিপি একেএম শহিদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, তথাকথিত একটি রাজনৈতিক দল পুলিশকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। যা ইতিহাসে বিরল ঘটনা। ২০১৩ সালে এই রাজনৈতিক দলটি কর্মসূচীর নামে ১৬ জন পুলিশ হত্যা এবং ৩শ’ পুলিশকে পঙ্গু করেছে। তিনি বলেন, ইসলামের নামে যারা মিথ্যা গুজব ছড়িয়ে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা মুসলমান থাকতে পারে না। আরেকটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী চাঁদে যুদ্ধাপরাধীদের ছবি দেখার মতো চরম কাল্পনিক গুজব ছড়িয়ে দিয়ে দেশে যে অশান্তির সৃষ্টির চেষ্টা করেছে। পুলিশ প্রধান বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, পুলিশ সাধারণ মানুষের বন্ধু। পাকিস্তানে পুলিশের তো হবে না বাংলাদেশের পুলিশ। তারই ধারাবাহিকতায় সেবা গ্রহিতা মানুষের সঙ্গে দূরত্ব কমিয়ে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কমিউনিটি পুলিশ গঠন করা হয়। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সেতুবন্ধন সৃষ্টির জন্যই কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। এখন প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশের কমিটি রয়েছে। কমিনিটি পুলিয়ের সদস্যরা অনেক সমস্যা স্থানীয়ভাবে সমাধান। যা মামলা মোকদ্দমা করে দীর্ঘদিনেও সমাধান না হয়ে অশান্তি বিরাজ করছিল। এখন সেখানে শান্তির সুবাতাস বইছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন।
×