ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আবারও হোঁচট খেল চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৫:৫২, ২৭ ডিসেম্বর ২০১৭

আবারও হোঁচট খেল চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপাস্বপ্ন ক্রমশই বিবর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম আবাহনীর। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে টানা দুই ম্যাচে পয়েন্ট খুইয়েছে বন্দরনগরীর দলটি। আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হারের পর মঙ্গরবার রাতে ১৯তম রাউন্ডের ম্যাচেও জয় পায়নি সাইফুল বারী টিটুর দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবার শেষ মিনিটে গোল হজম করে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। দু’দলের প্রথম লেগের লড়াইয়ে বন্দরনগরীর দল জিতেছিল ২-০ গোলে। চট্টগ্রাম আবাহনীর এই ড্রয়ে ১৯ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ঢাকা আবাহনী। ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চট্টগ্রাম আবাহনী। আজ সাইফ স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয় পেলে ফের শীর্ষস্থান ফিরে পাবে শেখ জামাল ধানমন্ডি লিমিটেড। ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিটে আব্দুল্লাহর ক্রসে পা লাগিয়ে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ (১-০)। ৪২ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন ব্রাদার্সের মিডফিল্ডার মেজবাহ। ডি বক্সের মধ্যে সামনে গোলরক্ষকে একা পেয়েও বাইরে মারেন তিনি। তবে ৯০ মিনিটে আর ভুল করেননি কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্লেসিং শটে গোল করে ব্রাদার্সকে সমতায় ফেরান তিনি (১-১)।
×