ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্যস্ত অভিনয়শিল্পী নিকুল

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ ডিসেম্বর ২০১৭

ব্যস্ত অভিনয়শিল্পী নিকুল

স্টাফ রিপোর্টার ॥ সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ অভিনয়শিল্পী নিকুল কুমার ম ল। অসংখ্য টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। মাগুরার চরশ্রীপুর গ্রামের সন্তান নিকুল ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বেশ আগ্রহ ছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি এ অঙ্গনে নিয়মিতভাবে কাজ করছেন। ঢাকায় শিল্পকলার সহকারী পরিচালক শাহীন রেজা রাসেলের মাধ্যমে তানভীর হোসেন প্রবাল ও দীপক গোস্বামী সুমনের সঙ্গে পরিচয় হয় নিকুলের। থিয়েটার শুরু তার হাত ধরেই। প্রথমদিকে ‘সন্ধান’ নামে থিয়েটার দলে কাজ করেন। ২০০৩ সাল থেকে মঞ্চ ও মিডিয়াতে কাজ শুরু করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক গোলাম মুক্তাদীর শানের ‘স্বপ্নআঁখি’। নাটকটি দেশ টিভিতে প্রচার হয়। দিপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা এ্যাটাক’, মিজানুর রহমান লাবুর ‘নুরু মিয়া ও তার ড্রাইভার’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সম্প্রতি নতুন আরও একটি চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নিকুলের বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে ‘আরএফএল ওয়াটার পাম্প’, ‘আরএফএল বাকেট’, ‘ম্যাজিক টুথপাউডার’, ‘গ্রামীণফোন’, ‘টেলিটক’, ‘স্পিড এনার্জি ড্রিংক’, ‘ইস্পাহানি মির্জাপুর চা’, ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘প্রথম আলো’, ‘সমকাল’ ও ‘রবি’ প্রভৃতি। বর্তমানে কাজ করছেন মাছরাঙা টিভির সৈয়দ শাকিল পরিচালিত ধারাবাহিক ‘প্রেমনগর’, এনটিভির নঈম ইমতিয়াজ নিয়ামুলের ‘কাগজের ফুল’, আরটিভির মীর সাব্বিরের ‘নোয়াশাল’, এটিএন বাংলায় সাজ্জাদ সুমনের ‘ছলেবলে কৌশলে’, বাংলাভিশনে কায়সার আহমেদের ‘মহাগুরু’সহ আরও বেশ কয়কটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। অসংখ্য একক নাটকেও কাজ করেছেন। এসব নাটকে সহযোদ্ধা হিসেবে সাম্প্রতিক সময়ের প্রায় সব গুণী অভিনয়শিল্পীদের পেয়েছেন। মাগুরার চরশ্রীপুর গ্রামের নিশিকান্ত চন্দ্র ম-ল ও রাঁকা রানীর আদরের নিকুল। সহধর্মিণী সুমি বিশ্বাসের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছেন স্বপ্নের পথে। দর্শকদের জন্য আরও ভাল ভাল কাজ করতে আগ্রহী নিকুল কুমার ম ল সবার দোয়া ও আশীর্বাদ চান। তার জন্য শুভ কামনা।
×