ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলনবিলে বাউত উৎসব

প্রকাশিত: ০৪:০০, ২৬ ডিসেম্বর ২০১৭

চলনবিলে বাউত উৎসব

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার ভোর থেকে বৃহত্তর চলনবিলে মাছ ধরার পলো বাওয়া ‘বাউত উৎসব’ চলছে। তিন দিন চলবে এই বাউত উৎসব। নবান্নের শুরুতে দেশের সবচেয়ে বৃহত্তর বিল চলনবিল অঞ্চলে প্রতিবছর এই উৎসব শুরু হয়। এলাকার হাজারো মানুষ এক সঙ্গে বিলে নেমে পলো দিয়ে মাছ ধরার আয়োজন করে। স্থানীয়রা এর নাম দিয়েছেন বাউত উৎসব। শীতের শুরুতে চলনবিলের পানি কমে যাওয়ার পর একবুক পানি থাকাকালে মাছ ধরার ধুম পরে এ অঞ্চলে। জেলেসহ নানা শ্রেণী পেশার মানুষ দল বেঁধে বিলে পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। আর এ উৎসবকে বলা হয় বাউত উৎসব। সিরাজগঞ্জের সলঙ্গা-উল্লাপাড়া-তাড়াশ, পাবনার চাটমোহর-ফরিদপুর-ভাঙ্গুড়া ও নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রামসহ ৯ উপজেলার বিস্তীর্ণ জলাভূমিই চলনবিল । সকাল থেকে বিভিন্ন যানবাহনে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ জড়ো হয় বিল পাড়ে। এরপর এক সাথে বিলে নেমে মাছ ধরার আনন্দ উৎসবে মেতে ওঠেন শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। ধরা পড়ে শোল, বোয়াল, রুই, কাতল, গঁজার, আইড়, চিতলসহ নানা প্রজাতির দেশী মাছ। এক সাথে মাছ ধরার আনন্দ উপভোগ করেন সবাই। আত্রাইয়ে প্রহরীকে বেঁধে পুকুরের মাছ লুট নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ ডিসেম্বর ॥ রবিবার রাতে আত্রাইয়ে অস্ত্রের মুখে পাহারাদারের হাত পা ও মুখ বেঁধে পুকুরের মাছ লুট করেছে দুর্বৃত্তরা। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনায় পুকুরের আহত পাহারাদার শহিদুল ইসলামকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে ১০ বিঘা আয়তনের একটি পুকুরে মাছ চাষ করেন নন্দনালী গ্রামের মাছ চাষী হাবিবুর রহমান বেলাল। ওই পুকুর থেকে দুই একদিনের মধ্যে মাছ ধরে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। রবিবার ১৫ থেকে ২০ অজ্ঞাত ব্যক্তি পুকুরের পাড়ে গিয়ে পাহারাদারের ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পাহারাদার শহিদুলের মুখ ও হাত-পা লুঙ্গি ও মশারি দিয়ে বেঁধে রাখে।
×