ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ ওয়ানডে মঙ্গলবার

এক্সট্রা সুইংয়ে ভয়ঙ্কর বোল্ট

প্রকাশিত: ০৬:০৩, ২৫ ডিসেম্বর ২০১৭

এক্সট্রা সুইংয়ে ভয়ঙ্কর বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ সুইং ট্রেন্ট বোল্টের প্রধান অস্ত্র। যে অস্ত্রে আতঙ্কিত বিশ্বসেরা সব ব্যাটসম্যান। কিউই তারকা জানিয়েছেন, পিচ থেকে সাহায্য পেলে সুইংয়ের বিষবাষ্প ছড়াতে সক্ষম তিনি। ‘এমনিতে আমি সুইং পছন্দ করি। আর পিচ থেকে সহায়তা পেলে সেটি আরও আনন্দময় হয়ে ওঠে। যেমনটা হয়েছিল ক্রাইস্টাচার্চের হেগলি ওভালে। উইকেট শিকারে ফিফটি চান্সগুলোও কাজে লাগাতে পেরেছি। নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা হয়নি বলে আমার আফসোস নেই। নিজের ফিটনেস আর ফর্ম নিয়ে খুশি। সামনের ম্যাচগুলোতেও এভাবে দলের জয়ে সাহায্য করতে চাই।’ বলেন আধুনিক নিউজিল্যান্ডের অন্যতম সফল এ পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা (৭/৩৪) বোলিং উপহার দিয়ে এক ম্যাচ আগেই কিউইদের সিরিজ উপহার দিয়েছেন বোল্ট। একই ভেন্যুতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর চারটায় তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে সমান ম্যাচের টি২০। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল কিউইরা। তাতে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল বোল্টের। ‘হ্যাঁ বিশ্বকাপের স্মৃতি ভোলার নয়। যদিও আমরা ফাইনালে মোটেই প্রত্যাশিত খেলতে পারিনি। মাঝে ইনজুরির কারণে সময়টাও ভাল যায়নি। ইংল্যান্ডে আরেকটি বিশ্বকাপের (২০১৯) আগে নিজেকে ফিরে পেয়ে ভাল লাগছে। নতুন যারা আসছে তারাও ভাল করছে। প্রতিযোগিতা বাড়ছে, সুতরাং আমাকে আরও ভাল করতে হবে।’ যোগ করেন ওয়ানডে ইতিহাসের পঞ্চম দ্রুততম ১ শ’ শিকারের (৫৬ ম্যাচে ১০১ উইকেট) মালিক। ক্রাইস্টাচার্চের বোল্টের বোলিং ফিগার ১০-৩-৩৪-৭। অল্পের জন্য ছুঁতে পারেননি নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং-পরিসংখ্যানের রেকর্ড (টিম সাউদি, ৭/৩৩)। ওয়ানডের আগে টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২-০তে ‘হোয়াইটওয়াশ’ করে ব্ল্যাকক্যাপসরা। ওদিকে নিজ মাঠে সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা ৩১ বছর বয়সী টপঅর্ডারে জায়গা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ ব্যাটসম্যান আনার কিচেন এবং মিডিয়াম পেসার সেথ রেন্স। কিচেন এখন পর্যন্ত কিউই দলের হয়ে না খেললেও রেন্স দুটি ওয়ানডে খেলেছেন। তবে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেয়া অব্যাহত রাখবে নিউজিল্যান্ড। প্রথম টি২০তে থাকবেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং বোল্ট খেলবেন কেবল তৃতীয় ম্যাচে। উইলিয়ামসনের অবর্তমানে প্রথম ম্যাচে দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি। উইলিয়ামসন ফিরলে শেষ দুই ম্যাচে বিশ্রাম দেয়া হবে সিনিয়র ব্যাটসম্যান রস টেইলরকে। নিজের অভিষেক ওয়ানডেতে ভাল করলেও স্পিনার টড এ্যাস্টলকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে ইশ সোধিকে। শ্বশুরের মৃত্যুর কারণে দেশের বাইরে থাকাকালীন গ্র্যান্ডহোম দেশে ফিরলে দলে জায়গা পাবেন। ২৯ ডিসেম্বর প্রথম টি২০ দিয়ে শুরু তিন ম্যাচের এই সিরিজ। নিউজিল্যান্ড টি২০ দল ॥ টিম সাউদি, ডগ ব্রেসওয়েল, টম ব্রুস, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, আনার কিচেন, গ্লেন ফিলিপস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট।
×