ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা দুই জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

বোল্ট আগুনে পুড়ল উইন্ডিজ

প্রকাশিত: ০৫:২৭, ২৪ ডিসেম্বর ২০১৭

বোল্ট আগুনে পুড়ল উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রামে রেখে নেমেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে তবু পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। ট্রেন্ট বোল্টের আগুন ঝরানো (১০-৩-৩৪-৭) বোলিংয়ে পুড়ে ছাই ক্যারিবীয়দের হার এবার ২০৪ রানের বিশাল ব্যবধানে। ক্রাইস্টচার্চে ৬ উইকেটে ৩২৫ রানের স্কোর গড়ে টম লাথামের নিউজিল্যান্ড। জবাবে ২৮ ওভারে মাত্র ১২১ রানে অল অলআউট হয়ে যায় জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডজ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ‘ম্যান অব দ্য’ ম্যাচ বোল্ট। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাওয়া চতুর্থ সর্বোচ্চ ব্যবধানের এ জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল কিউইরা। টেস্টে প্রতিপক্ষকে ২-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছিল স্বাগতিকরা। একই ভেন্যুতে মঙ্গলবার তৃতীয় ওয়ানডে। এরপর রয়েছে তিন ম্যাচের টি২০ সিরিজ। ৩৪ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একাই গুঁড়িয়ে দিয়েছেন বোল্ট। অল্পের জন্য ছুঁতে পারেননি দেশের হয়ে সেরা বোলিং-পরিসংখ্যানের রেকর্ড (টিম সাউদি, ৭/৩৩)। বড় রান তাড়ায় শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে এলোমেলো করে দেন বোল্ট। ৫২ রানের মধ্যে ফিরিয়ে দেন অতিথিদের প্রথম চার ব্যাটসম্যানকে। বাঁহাতি পেসারের সুইং বোলিংয়ের সামনে টিকতেই পারেননি এভিন লুইস, কাইল হোপ, শাই হোপ ও শিমরন হেটমায়ার। মিডল অর্ডারে ছোবল দেন লুক ফার্গুসন। গতির ঝড় তোলা পেসার বিদায় করেন জেসন মোহাম্মদ, অধিনায়ক জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েলকে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বলার মতো তেমন কোন জুটি তৈরি হয়নি। দলের বিপর্যয়ে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। সর্বোচ্চ এ্যাশলি নার্সের ২৭। শেষটায় শেলডন কর্ট্রেল, নার্স ও শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেন বোল্ট। অতিথিদের ইনিংসের তখনও বাকি ২২ ওভার। ফার্গুসন ৩ উইকেট নেন ১৭ রানে। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন তিন হাফ সেঞ্চুরিয়ান জর্জ ওয়ার্কার, রস টেইলর ও হেনরি নিকোলস। কলিন মুনরোর সঙ্গে ওয়ার্কারের ৫০ রানের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় উড়ন্ত সূচনা। টেইলরের সঙ্গে ৫৮ রানের আরেকটি ভাল জুটি গড়ে ফিরেন ওয়ার্কার (৫৩ বলে ৫৮)। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া টম লাথাম ফেরেন ২০ রান করে। অর্ধশতক ছুঁয়ে ফেরেন অভিজ্ঞ টেইলর। ৬৬ বলে খেলা তার ৫৭ রানের ইনিংসে ৫টি চার ছিল। দৃঢ় ভিতের সুবিধা কাজে লাগিয়ে দলকে তিন শ’ ছাড়ানো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব নিকোলস ও টড এ্যাস্টলের। ১৬.২ ওভারে দুই জনে গড়েন ১৩০ রানের দারুণ জুটি। ৪৫ বলে ৪৯ রান করে ফিরে যান এ্যাস্টল। ৬২ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৮৩ রানে অপরাজিত নিকোলস। স্কোর ॥ নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩২৫/৬ (ওয়ার্কার ৫৮, মুনরো ৩০, ব্রুম ৬, টেইলর ৫৭, ল্যাথাম ২০, নিকোলস ৮৩*, এ্যাস্টল ৪৯, ব্রেসওয়েল ৫*; কটরেল ৩/৬২, হোল্ডার ২/৫২, বিটন ১/৬০, গ্যাব্রিয়েল ০/৭৫, নার্স ০/৪৫, পাওয়েল ০/২৮)। ওয়েস্ট ইন্ডিজ ২৮ ওভারে ১২১/১০ (লুইস ১০, কাইল ৪, শাই ২৩, হেটমায়ার ২, জেসন ১৮, হোল্ডার ১৩, পাওয়েল ০, নার্স ২৭, কট্রেল ৮, বিটন ১২, গ্যাব্রিয়েল ০*; হেনরি ০/৩৬, বোল্ট ৭/৩৪, ব্রেসওয়েল ০/১৯, ফার্গুসন ৩/১৭, এ্যাস্টল ০/১৪)। ফল ॥ নিউজিল্যান্ড ২০৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ ॥ ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ তিন ওয়ানডের সিরিজে ২-০তে এগিয়ে নিউজিল্যান্ড।
×