ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় এ্যাথলেটিক্সের জ্যাভলিন থ্রোতে রেকর্ড মনিরুজ্জামানের

প্রকাশিত: ০৫:২৬, ২৪ ডিসেম্বর ২০১৭

জাতীয় এ্যাথলেটিক্সের জ্যাভলিন থ্রোতে রেকর্ড মনিরুজ্জামানের

স্পোর্টস রিপোর্টার ॥ এনআরবি কমার্শিয়াল ব্যাংক জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। শনিবার প্রতিযোগিতার দ্বিতীয়দিনে জ্যাভলিন থ্রোতে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মনিরুজ্জামান এই রেকর্ড গড়েন ৬৪.০৫ মিটার দূরত্ব অতিক্রম করে। তিনি ভেঙ্গে ফেলেন ১৯৯০ সালে চট্টগ্রামে রাশেদুজ্জামানের রেকর্ড (৬৩.৭৪ মিটার)। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় দ্বিতীয়দিনে ২২টি ইভেন্ট শেষ হয়েছে। ১০ স্বর্ণ, ১৫ রৌপ্য এবং ৫ তাম্রপদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ নৌবাহিনী ১০ স্বর্ণ, ৫ রৌপ্য এবং ৭ তাম্রপদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। ১ স্বর্ণ, ২ রৌপ্য এবং ৫ তাম্রপদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ জেল।
×