ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিন যত যাচ্ছে নিখোঁজের তালিকা ছোট হচ্ছে ॥ ফিরছে ওরা

প্রকাশিত: ০৫:০৫, ২৪ ডিসেম্বর ২০১৭

দিন যত যাচ্ছে নিখোঁজের তালিকা ছোট হচ্ছে ॥ ফিরছে ওরা

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজদের মধ্যে আরও একজনের হদিস মিলেছে। দিন যত যাচ্ছে হদিস মেলার তালিকায় যুক্ত হচ্ছে নিখোঁজদের নাম। ফলে নিখোঁজদের হদিস মেলার তালিকা দীর্ঘ হচ্ছে। তবে নতুন করে আর কোন নিখোঁজের ঘটনা ঘটেনি। ফলে নিখোঁজের তালিকা দিনকে দিন ছোট হয়ে আসছে। এবার প্রায় চার মাস পর হদিস মিলেছে কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের। আমিনুর রহমানের মতো বিএনপি নেতা ইলিয়াস আলী কিংবা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের হদিস মেলাও বিচিত্র নয় বলে তাদের পরিবার ও সংশ্লিষ্টদের ধারণা। যদিও নিখোঁজদের পরিবার ও আত্মীয়স্বজনসহ সরকারবিরোধীরা নিখোঁজের সঙ্গে সরকারের হাত রয়েছে বলে বরাবরই অভিযোগ করে আসছিলেন। সম্প্রতি নিখোঁজদের হদিস মেলায় সেসব অভিযোগ ভিত্তিহীন হিসেবে পরিগণিত হচ্ছে। ব্যক্তিগত কারণে, স্বেচ্ছায়, পারিবারিক বা অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হদিস পাওয়া ব্যক্তিরা নিখোঁজ ছিলেন কিনা সে বিষয়ে গভীর তদন্ত চলছে। এজন্য নিখোঁজের জবানবন্দীসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের অপহরণের সঙ্গে মূলত কারা জড়িত এবং কেন এ ধরনের অপহরণের ঘটনা ঘটানো হচ্ছে তা জানতে গভীর তদন্ত চলছে। সরকারকে পরিকল্পিতভাবে বেকায়দায় ফেলতে স্বাধীনতা বিরোধী কোন গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে কিনা তা জানতে মরিয়া গোয়েন্দা সংস্থাগুলো। সরকারের উচ্চ পর্যায় থেকেও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেয়ার কড়া নির্দেশ দেয়া হয়েছে। চলতি বছরের ২৭ আগস্ট রাতে কল্যাণপার্টির মহাসচিব আমিনুর রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সভা করেন। সভা শেষে নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে বের হন। রওনা হন সাভারের আমিনবাজারের পল্লী বিদ্যুতের অফিসের পাশে থাকা তার নিজ বাড়ির উদ্দেশে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এমন ঘটনার পর কল্যাণ পার্টির তরফ থেকে আমিনুর রহমানের নিখোঁজের সঙ্গে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের নেতৃত্বাধীন কল্যাণ পার্টি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল। আমিনুর রহমানের নিখোঁজের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম-খুনের জন্য সরকারকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, আমিনুর রহমানকে গুম করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল রাজধানীর বাড্ডা থানাধীন শাহজাদপুর প্রগতি সরণিতে আমিনুর রহমানের অবস্থান জানতে পারে। সেখান থেকেই তাকে আটক করে। শনিবার তাকে গুলশান থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে ঢাকার সিএমএম আদালতে সোর্পদ করে দশ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে আমিনুর রহমানকে চার দিন রিমান্ডে রেখে পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গুলশান থানা পুলিশ বলছে, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালনের জন্য গুলশানে সমবেত হয়েছিল। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হয়। এ সময় আসামিরা হত্যার উদ্দেশে ঘেরাও কর্মসূচী পালনকারীদের ওপর বোমা হামলা চালিয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় আমিনুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমিনুর রহমানকে। টাকার জন্য আমিনুর রহমানকে অপহরণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এর নেপথ্যে আরও কোন কারণ আছে কিনা তা জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে। তাকে কোথায় কি অবস্থায় অপহরণকারীরা রেখেছিল, সে বিষয়টি জানার চেষ্টা চলছে। তবে সে সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য মেলেনি। এর আগে চলতি বছরের ২৩ আগস্ট দুপুরে রাজধানীর পুরানা পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টের সামনে থেকে নিখোঁজ হন বেসরকারী আইএফআইসি ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশন্স ও ব্র্যান্ডিং বিভাগের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ। ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করা হয় বলে তার স্ত্রী। পরে তারও হদিস মিলে। এমন ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৮ আগস্ট রবিবার বিকেলে রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে নিখোঁজ হন ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। তারও হদিস মেলে শেষ পর্যন্ত। এছাড়া চলতি বছরের ১০ অক্টোবর পূর্বপশ্চিম বিডি ডট কম নামের একটি অনলাইন নিউজ পোর্টালের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাশ (২৭) অপহৃত হন। তাকে একটি সাদা মাইক্রোবাসে করে অপহরণ করা হয়েছিল। প্রায় আড়াই মাস পর উৎপল দাশের হদিস মেলে। তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি একটি পেট্রোলপাম্পের কাছে ফেলে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এছাড়া গত ৭ নবেম্বর রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর ২৫ নম্বর সড়কের ১২/৩ নম্বর বাড়ি থেকে কর্মস্থল বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গুলশানের বারিধারা ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোতাহের হোসেনের (৬৫) ছেলে মোবাশ্বের হাসান সিজার। তিনি দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এজন্য তিনি নিজেই বাসায় সিসি ক্যামেরা বসিয়েছিলেন। শেষ পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ মুবাশ্বার হাসান সিজারেরও সন্ধান মিলে। হদিস মেলা সবাই সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তাদের টাকার জন্য অপহরণ করা হয়েছিল। যেহারে নিখোঁজরা ফেরত আসছে, সেই তালিকায় যুক্ত হতে পারে বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানসহ অন্য নিখোঁজরাও। গোয়েন্দা সংস্থাগুলো ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নিখোঁজদের অপহরণ করার পর চরম ভয় দেখানো হয়ে থাকতে পারে। প্রকৃত ঘটনা প্রকাশ করলে, ভবিষ্যতে তাদের হত্যা করা হতে পারে। অপহরণকারীদের এমন হুমকির মুখে হদিস মেলা ব্যক্তিরা হয়ত অপহরণের প্রকৃত কারণ প্রকাশ করছেন না। এসব অপহরণ প্রকৃত পক্ষই অপহরণ নাকি কোন সাজানো নাটক তাও নিশ্চিত নয়। কারণ অনেকেই ব্যক্তিগত, পারিবারিক বা অভ্যন্তরণীণ রাজনৈতিক কোন্দলের কারণে স্বেচ্ছায় অপহরণ বা নিখোঁজের নাটক সাজাতে পারে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধী কোন গোষ্ঠী পরিকল্পিতভাবে বহিঃবিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য এমন অপহরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটি পরিকল্পিত ষড়যন্ত্রও হতে পারে। এছাড়া দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য, হলি আর্টিজানের পর বাংলাদেশে থাকা বিদেশীদের মধ্যে নেতিবাচক মানসিক চাপ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এমন অপহরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিশেষ করে দেশে বিনিয়োগ পরিকল্পিতভাবে বাঁধাগ্রস্ত করতে কোন চক্র এসব ঘটনা ঘটাচ্ছে কিনা সে বিষয়ে গভীর তদন্ত চলছে।
×