ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন একটি মডেল ॥ সুজন

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ ডিসেম্বর ২০১৭

রসিক নির্বাচন একটি মডেল ॥ সুজন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৩ ডিসেম্বর ॥ রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবেও উল্লেখ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আগামী জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন এমন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া উচিত বলে মনে করে ‘সুজন’। শনিবার দুপুরে রংপুর নগরীর সহিত্য পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজন’র পক্ষ থেকে এসব কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুজন’র রংপুর বিভাগের সমন্বয়কারী রাজেশ দে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সভাপতি ফকরুল আনাম বেঞ্জু প্রমুখ। রসিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সকল ভোটার ও প্রার্থীকে সুজন’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা রসিক নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ হিসেবে যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে সুজন প্রতিনিধিরা বলেন, এ রকম মন্তব্য দুঃখজনক। তিনি ভোট কারচুপির যে অভিযোগ করেছেন তার কোন সত্যতা নেই।
×