ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বাস ও ট্যাঙ্কলরি সংঘর্ষে হেলপার নিহত

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৭

ঝিনাইদহে বাস ও ট্যাঙ্কলরি সংঘর্ষে হেলপার নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৩ ডিসেম্বর ॥ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (৩০) নামের বাসের হেলপার নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুরে এই দুর্ঘটনা ঘটে। একটি তেলবাহী লরির পেছন থেকে অপর এক যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে রুপা ভট্টাচার্যের অবস্থা ভাল না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দুর্ঘটনায় কবলিত বাসের যাত্রী লাভলী খাতুন জানান, একটি তেলবাহী ট্যাঙ্কলরি যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। সেসময় যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় তেলবাহী লরির পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও বাস রাস্তার দু’পাশে উল্টে যায়। পার্বতীপুুরে যাত্রী নিজস্ব সংবাদদাতা পার্বতীপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও মহিলাসহ ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় পার্বতীপুর-রংপুর সড়কে খোলাহাটি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোবাইক পার্বতীপুরের চান্দেরডাঙ্গা মোড়ের নিকট পৌঁছলে পার্বতীপুর থেকে রংপুরগামী প্রাণ মিল্কভিটার একটি দুধবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে ঘটনাস্থলেই মনতাজ আলী (৪৫) নামের অটোযাত্রীর মৃত্যু হয়। সে উপজেলা পরিষদ সংলগ্ন পূর্ব হুগলীপাড়া গ্রামের মৃত আঃ আজিজের পুত্র। এ সময় কমপক্ষে অটোবাইকের ৪ যাত্রী আহত হয়েছে। আহতরা হচ্ছে, অটোচালক মহেশ চন্দ্র, রানা, আশরাফুল এবং পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার মানিক হোসেনের স্ত্রী হেলেনা পারভীন।
×