ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২১ বছর আগে যাত্রীবাহী ট্রেন রক্ষা করেন ইনছার

প্রকাশিত: ০৩:৪৩, ২৪ ডিসেম্বর ২০১৭

২১ বছর আগে যাত্রীবাহী ট্রেন রক্ষা করেন ইনছার

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ বাঘা উপজেলার আড়ানীতে তেলবাহী ট্রেন রক্ষাকারী দুই সাহসী শিশু শিহাব ও লিটনকে মূল্যায়ন করার পর তাদের বীরত্বগাথা নিয়ে মানুষের মুখে মুখে হৈ চৈ পড়ে গেলেও ২১ বছর আগে যাত্রীবাহী ট্রেন রক্ষাকারী একই উপজেলার ইনছার আলীকে ভুলে গেছেন সবাই। ২১ বছর আগে ১৯৯৬ সালের ২৩ অক্টোবর তিনি লাল নিশানা উড়িয়ে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছিলেন যাত্রীবাহী ট্রেন। যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন রক্ষাকারী ইনছার আলীর এখন কেউ আর খোঁজ রাখেনা। ইনছার আলীর বয়স এখন ৫৫ বছর। দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছেন। কাজ করতে পারেন না। ফলে এক বেলা খেয়ে না খেয়েই জীবনযাপন করছেন তিনি। ইনছার আলীর এক মেয়ের বিয়ে দিয়েছেন। এছাড়া এক প্রতিবন্ধী ছেলে মারা গেছেন। ফলে তার পরিবার এখন নিসঙ্গ জীবন যাপন করছে। তার স্ত্রী জরিনা বেগমও দীর্ঘদিন থেকে অসুস্থ। নিজের ও স্ত্রীর প্রতিদিন ৪০-৪৫ টাকার ওষুধ লাগে। ওষুধের খরচ জোগান দেয়ায় এখন তার কাছে কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইনছার আলী তিন শতক জমির উপর একটি ছাপরা ঘরে বসবাস করে। আয় বলতে এখন অসুস্থ শরীর নিয়ে গ্রামে ডাব কিনে বাজারে বিক্রি করেন। এই আয়ের টাকা দিয়ে এক বেলা খেয়ে না খেয়ে জীবন যাবন করছেন তিনি। ইনছার আলীর বাড়ি বাঘা উপজেলার আড়ানী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হামিদকুড়া গ্রামে। ১৯৯৬ সালের ২৩ অক্টোবরে মাত্র ৩৩ বছরের যুবক ছিলেন ইনছার। সেদিন বাড়ি থেকে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। এ সময় আড়ানী রেল ব্রিজের পূর্ব পাশে সকাল সাড়ে ৭টার দিকে রেল লাইন ভাঙ্গা দেখতে পান তিনি। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আন্তঃনগর ট্রেন আসছিল। তিনি সে সময় তার নিজের বুদ্ধিতে কাছে থাকা লাল চাদর টানিয়ে ধরেন। চালক তার লাল চাদর দেখে ট্রেন থামিয়ে দেন। পরে চালক নেমে এসে দেখেন রেল লাইন ভাঙ্গা। তাৎক্ষণিক রাজশাহী থেকে মিস্ত্রি ডেকে রেললাইন সংস্কার করে ট্রেন চালুর ব্যবস্থা করা হয়। ওই সময় তৎকালিন রেলের মহাব্যবস্থাপক সৈয়দ হোসেন রেল ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে এক হাজার টাকা পুরুস্কার দেন। প্রাপ্তি বলতে এ টুকুই ছিল তার। তখন মিডিয়ায় এর প্রচার না থাকার করনে ইনছার আলীর বীরত্বও থেকে যায় আড়ালে। তিনি এখন প্রায় নিঃস্ব জীবন-যাবন করছেন। ইনছার আলী আক্ষেপ ‘আমি কিছুটা হলেও উপকার করেছিলাম। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। কিন্তু আমার কেউ খবর নেয় না’। আড়ানীর শিক্ষক কামরুল হাসান জুয়েল বলেন, গত ১৮ ডিসেম্বর তেলবাহী ট্রেন রক্ষাকারী শিহাব ও লিটনকে যেভাবে সহযোগিতা করা হচ্ছে। তবে ২১ বছর আগে ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষাকারী ইনছার আলীর বীরত্ব আজ অনেকে ভুলে গেছেন। মিডিয়ায় প্রচার না থাকায় ওই সময় ইনছার আলীকে কেউ তেমন সহযোগিতা করেনি।
×