ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রসূতি ও সন্তানকে হত্যা বাউফলে ওসির বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৭:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৭

প্রসূতি ও সন্তানকে হত্যা বাউফলে ওসির বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ ডিসেম্বর ॥ যৌতুকের জন্য এক মা ও সন্তানকে হত্যার ঘটনায় থানায় মামলা নেয়নি ওসি। বরং বাদীকে থানা থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বাউফলের বগা ইউনিয়ের উত্তর রাজনগর গ্রামের পালপাড়ার বাসিন্দা কেশব চন্দ্র পাল স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে শিখা রানীকে ২ লাখ টাকা যৌতুকের জন্য জামাতা বলাই চন্দ্র পাল গত ১৭ মার্চ রাতে পিটিয়ে জখম করে এবং তল পেটে লাথি মারে। এ ঘটনায় তার প্রচুর রক্তপাত হলেও কোন চিকিৎসা ছাড়াই তাকে ঘরে আটকে রাখে। এক পর্যায়ে বুধবার রাত ৯টার দিকে তার মেয়ে একটি মৃত সন্তান প্রসব করেন এবং ৮-১০ মিনিট পর তার মেয়ে মারা যায়। এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে তিনি ও তার স্ত্রী মনি রানী জামাই বাড়ি যান। এরপর ঘটনাটি তিনি বাউফল থানা পুলিশকে অবহিত করেন। ওই রাতেই বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তার মেয়ে ও সন্তানের লাশ উদ্ধার করে। বৃহস্পতিার ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি বাউফল থানায় একটি মামলা দায়ের করতে গেলে ওসি (তদন্ত) লুৎফর রহমান মামলা না নিয়ে বরং তাকে থানা থেকে বের করে দেন। এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, শিখার বাবার অভিযোগের প্রেক্ষিতেই লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ওসি মোঃ মনির হোসেন বলেন, আমি কয়েকদিন ছুটিতে ছিলাম। শুক্রবার থানায় এসেছি। বিষয়টি নিয়ে আমি ওসি (তদন্ত) সঙ্গে কথা বলব।
×