ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানের মতবিনিময়

প্রকাশিত: ০৬:২৭, ২৩ ডিসেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানের মতবিনিময়

সম্প্রতি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর ১২৪তম শাখা উদ্বোধনের জন্য মুক্তিযোদ্ধা সংসদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, বসুরহাটে আসার সংবাদ পেয়ে বৃহত্তর নোয়াখালীর মুক্তিযোদ্ধারা সেখানে ছুটে যান। মুক্তিযোদ্ধারা তাদের নেতা হেলাল মোর্শেদকে বিজয়ের মাসে কাছে পেয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কোঅপারেটিভ ব্যাংক উদ্বোধনের পর মুক্তিযোদ্ধারা হেলাল মোর্শেদ খানকে কোম্পানিগঞ্জের উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদের অফিসে নিয়ে যান। সেখানে সমবেত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে হেলাল মোর্শেদ খান বীরবিক্রম বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি কোম্পানিগঞ্জের কৃতী সন্তান মুজিব বাহিনীর কমান্ডার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এ সময়ে কোম্পানিগঞ্জের যুদ্ধকালীন এফ.এফ. কমান্ডার আমেরিকা প্রবাসী নুরুন নবী, কোম্পানীগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার আজিজুল হক, বেগমগঞ্জের উপজেলা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, দাগনভূইয়া উপজেলা কমান্ডার শরীফ বাঙ্গালী, জেলা সহকারী কমান্ডার গফুর, আবু নাসেদ, কোম্পানিগঞ্জের ডেপুটি কমান্ডার আনিসুল হক প্রমুখ।-বিজ্ঞপি
×