ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেলবোর্নে গাড়ি হামলা, নিরাপদে ক্রিকেটাররা

প্রকাশিত: ০৬:১৫, ২৩ ডিসেম্বর ২০১৭

মেলবোর্নে গাড়ি হামলা, নিরাপদে ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ নিরাপত্তার ব্যাপারে সবসময়ই খুঁত খুঁতে অস্ট্রেলিয়া। আর সেই অস্ট্রেলিয়াতেই বৃহস্পতিবার ঘটে গেল সন্ত্রাসী হামলার মতো ঘটনা। মেলবোর্নের ফ্লিন্ডার্স স্ট্রিটে পথচারীদের গাড়ি চাপা দিয়ে আহত করা হয়েছে প্রায় ১৪ থেকে ১৬ জনকে। যদিও অস্ট্রেলিয়া প্রশাসন একে সন্ত্রাসী হামলা বলছে না এখনও। ‘ইচ্ছাকৃতভাবে’ এই সড়ক দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করছে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম। এ্যাশেজের ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’ টেস্টের আগে স্বাভাবিকভাবেই নাড়া দিয়েছে এমন ঘটনা। তবে এমন ঘটনায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের সবাই নিরাপদ আছে বলেই জানানো হয়েছে। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য এমন ঘটনার পর বিবৃতি দিতে বাধ্য হয়েছে। সফরকারী দল বলেই দায়িত্ববোধ রয়েছে তাদের। সেখানে ইসিবি জানিয়েছে, ‘ফ্লিন্ডার্স স্ট্রিটের ঘটনায় দলের সবাই ও ম্যানেজমেন্ট নিরাপদ ও সুস্থ আছেন।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে যদিও বিবৃতি দেয়া হয়নি। তবে জানা গেছে তারা সবাই সুস্থ আছে। ‘বক্সিং ডে টেস্ট’ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তিনদিন পর হবে এ্যাশেজের গুরুত্বপূর্ণ এই টেস্ট। আর সেই স্টেডিয়াম থেকে মাত্র ২ কিলোমিটারেরও কম দূরত্বে ঘটেছে এই ঘটনা। ব্যস্ততম এই সড়কে এমন ঘটনার পর নড়েচড়েই বসেছে অস্ট্রেলীয় পুলিশ প্রশাসন। এই ঘটনায় অভিযুক্ত চালকসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
×