ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের হাল ধরতে চান রোমারিও

প্রকাশিত: ০৫:৩৬, ২২ ডিসেম্বর ২০১৭

ব্রাজিলের হাল ধরতে চান রোমারিও

স্পোর্টস রিপোর্টার ॥ লিজেন্ড তৈরির আঁতুরঘর বলা হয় ব্রাজিলকে। এই দেশ থেকেই একের পর এক গ্রেট ফুটবলারের আবির্ভাব ঘটে। সেই গ্রেটদেরই একজন রোমারিও। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। জিতেছেন কোপা আমেরিকা এবং কনফেডারেশন কাপও। এক হাজারেরও বেশি গোল করে এখনও রোমারিও’র বিচরণ বহু ফুটবলপ্রেমীদের হৃদয়ের বিশাল জায়গা জুড়ে। সেই রোমারিও এবার ব্রাজিলের ফুটবলকে দুর্নীতিমুক্ত করতে চান। হাল ধরতে চান সেদেশের ফুটবলের। সেই লক্ষ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদে নির্বাচন করতে চান ১৯৯৪ বিশ্বকাপের নায়ক। সিবিএফ সভাপতি মার্কো পোলো দেল নেরোকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তার চারদিন পরই এই ঘোষণা দিলেন রোমারিও। নেরো ও তার দুই পূর্বসূরি রিকার্ডো টেইক্সেইরা ও হোসে মারিয়া মারিন বর্তমানে যুক্তরাষ্ট্রের এক আদালতে দুর্নীতির কারণে অভিযুক্ত। যে কারণেই এই সুযোগটাকে কাজে লাগাতে চান সাবেক বার্সিলোনার এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
×