ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মহিউদ্দিনের কুলখানিতে নিহতের ঘটনা নাশকতা নয়

প্রকাশিত: ০৫:২১, ২২ ডিসেম্বর ২০১৭

মহিউদ্দিনের কুলখানিতে নিহতের ঘটনা নাশকতা নয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় গঠিত পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে কমিউনিটি সেন্টারের প্রবেশ পথে ত্রুটি, আয়োজনের অব্যবস্থাপনা এবং পুলিশ-স্বেচ্ছাসেবকদের ব্যর্থতা। এতে এককভাবে কারও দায় প্রমাণিত হয়নি। পুলিশের গঠন করা ৩ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে, যা সিএমপি কমিশনারের কাছে দাখিল করা হবে। মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে রিমা কমিউনিটি সেন্টারের ঢালু প্রবেশ পথকে প্রধানত দায়ী করা হয়েছে। তবে দুর্ঘটনার নেপথ্যে কোন ব্যক্তি বা মহল বিশেষের কারসাজির প্রমাণ মেলেনি। আয়োজনে এবং সতর্কতায় ত্রুটি ধরা পড়েছে। বিশেষ করে কমিউনিটি সেন্টারটিতে এত লোক সমাগম হবে তা আয়োজকরা ধারণা করতে না পারায় সে রকম প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়নি।
×