ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২ জানুয়ারি পর্যন্ত জামিন স্থগিত

আপন জুয়েলার্সের মালিকরা আপাতত ছাড়া পাচ্ছেন না

প্রকাশিত: ০৫:২০, ২২ ডিসেম্বর ২০১৭

আপন জুয়েলার্সের মালিকরা আপাতত ছাড়া পাচ্ছেন না

স্টাফ রিপোর্টার ॥ মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানম-ি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দার দায়ের করা ৫ মামলার মধ্যে তিন মামলায় দিলদারসহ আপন জুয়েলার্সের মালিকদের হাইকোর্টের দেয়া জামিন আগামী ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। ওই দিন আপীল বিভাগের নিয়মিত পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। হাইকোর্টের দেয়া আদেশ সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদলতে দ্বিতীয়বার স্থগিত হয়ে যাওয়ায় মালিকদের কেউই আপাতত মুক্তি পাচ্ছেন না। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপীল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের চেম্বার জজ আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। আগামী ২ জানুয়ারি পর্যন্ত তাদের জামিন স্থগিত করা হয়েছে।
×