ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোটে হারলেও রাজনৈতিক জয় আওয়ামী লীগের ॥ কাদের

প্রকাশিত: ০৫:১৮, ২২ ডিসেম্বর ২০১৭

ভোটে হারলেও রাজনৈতিক জয় আওয়ামী লীগের ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের ফল আসার শুরু থেকেই বিপুল ব্যবধানে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। শেষ পর্যন্ত ফল কী হয় এ নিয়ে সংশয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এই ভোটে হারলেও অখুশি নয় দলটি। বৃহস্পতিবার রাতে ধনমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে তারা হারলেও এই নির্বাচনে রাজনৈতিকভাবে জয় তাদেরই। এই সংবাদ সম্মেলন চলাকালেই ভোটের প্রাথমিক ফল দিচ্ছিল টেলিভিশনগুলো। শুরু থেকেই আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝণ্টুুর তুলনায় জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফার বিপুল ব্যবধানে এগিয়ে থাকার তথ্য জানাচ্ছে টেলিভিশনগুলো। ওবায়দুল কাদের বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটে যদি পরাজয়ও হয়, তাহলেও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছে। এটা গণতন্ত্রের বিজয়। এই নির্বাচনের মাধ্যমে এটা বর্তমান নির্বাচন কমিশনের রেকর্ডবুকে স্থান হয়েছে।’ এই নির্বাচন আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা বার্তা বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের যে আসলে কোন জনভিত্তি নেই সেটিই ভোটের প্রাথমিক ফলাফলে প্রমাণ হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে জিতেছিলেন আওয়ামী লীগ নেতা ঝণ্টু। তখন তিনি জাতীয় পার্টির নেতা মোস্তফাকে হারিয়েছিলেন প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে। পাঁচ বছর পর আজকের ভোট হয়েছে দলীয় প্রতীক। রংপুর সিটি নির্বাচনে ভরাডুবি জেনে বিএনপি অপপ্রচার চালাচ্ছে - নানক ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রংপুর সিটি নির্বাচন বিষয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ চলেছে। এ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, বিএনপির চিরাচরিত অভ্যাস অনুযায়ী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন কথা বলছে। অথচ তাদের প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে জাহাঙ্গীর কবির বলেন, ‘রিজভীর বক্তব্য দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, রংপুরে তারা কোন প্রতিদ্বন্দ্বিতাতেই থাকবে না। নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপি অপপ্রচার করে যাচ্ছে।’ বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা মনিটরিং করছি, গণমাধ্যমে এমন খবর নেই। আল্লাহ জানে, এরা এসব খবর কোথায় পায়!’ রংপুরে আওয়ামী লীগের প্রার্থী জয় লাভ করবেন বলেও আশা প্রকাশ করেন জাহাঙ্গীর কবির নানক।
×