ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিশু ফাউন্ডেশন নির্বাচন

ভাংচুরের ঘটনায় মামলা ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৪:০৭, ২২ ডিসেম্বর ২০১৭

ভাংচুরের ঘটনায় মামলা ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাহী কাউন্সিলের সদস্যদের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গণনা চলাকালে জেলা স্টেডিয়ামে সন্ত্রাসীদের হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনায় খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসীদের তা-বে নবনির্মিত স্টেডিয়ামের যে ক্ষতি হয়েছে তা নিরুপণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সেবামূলক সংগঠন খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচন বাতিল হবে নাকি পুনরায় ভোট গণনা হবে সে বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। জেলা স্টেডিয়ামে হামলা ও ভাংচুরের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত পরিচয় ১০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া একই ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান একটি এজাহার জমা দিয়েছেন। তাতে হামলায় স্টেডিয়াম ভবনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এই এজাহারটি জিডি হিসেবে গ্রহণ করেছে পুলিশ। খুলনা থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, একই বিষয়ে দুটি মামলা হয় না। এজন্য প্রিজাইডিং অফিসারের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আর কাজী শামীমের অভিযোগ জিডি হিসেবে নিয়ে এই মামলার সঙ্গে তদন্ত করা হবে। ওসি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
×