ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চবি ছাত্রলীগ নেতা হত্যা

শিক্ষক আনোয়ার হোসেনের মুক্তির দাবি

প্রকাশিত: ০৬:৪৪, ২১ ডিসেম্বর ২০১৭

শিক্ষক আনোয়ার হোসেনের মুক্তির দাবি

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা দিয়াজ ইরফান চেীধুরী হত্যা মামলার অন্যতম আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। বুধবার দুপুরে এই মিছিল করে হত্যা মামলার আসামি ও চবি ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা। বিশ্ববিদ্যালয় স্টেশনের সামনে থেকে জিরো পয়েন্ট হয়ে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয় মিছিলটি। এ বিষয়ে আলমগীর টিপু বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে মিথ্যা মামলা থেকে আমাদের শিক্ষক আনোয়ার হোসেনের মুক্তির দাবি ও শিবিরের ছাত্রলীগের নেতা নীল উত্তম সরকারকে হুমকির প্রতিবাদে এ মিছিল করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গত সোমবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকে আন্দোলনকারীরা। পরে মঙ্গলবার দুপুরে চবি উপাচার্যের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা। উল্লেখ্য, গত বছরের ২০ নবেম্বর বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার একটি ভাড়া বাসায় দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
×