ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রিজম্যানকে ন্যুক্যাম্পে নেয়ার পাঁয়তারা!

প্রকাশিত: ০৬:০৬, ২১ ডিসেম্বর ২০১৭

গ্রিজম্যানকে ন্যুক্যাম্পে নেয়ার পাঁয়তারা!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৪ সাল থেকে এ্যাটলেটিকো মাদ্রিদে খেলছেন এ্যান্টোনিও গ্রিজম্যান। ফরাসী এই ফরোয়ার্ড দলটির অন্যতম সেরা তারকা। ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে স্পেনের আরেক পরাশক্তি ক্লাব বার্সিলোনা। কাতালানরা নাকি এটা করা নিয়মনীতির তোয়াক্কা না করে। যে কারণে এ্যাটলেটিকো বার্সার বিরুদ্ধে ফিফায় নালিশও করেছে। আন্তর্জাাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গ্রিজম্যানের পরিবারের সঙ্গে দেখাও করেছেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ। এতে বেজায় চটেছে গ্রিজম্যানের বর্তমান ক্লাব এ্যাটলেটিকো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বার্সিলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে ক্লাবটি। এ বিষয়ে ফিফার এক মুখপাত্র বলেন, এ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে আমরা বার্সার বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছি। গ্রিজম্যানের সঙ্গে বার্সার যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন ক্লাবের অন্যতম পরিচালক গুইলেরমো আমর। তিনি এ প্রসঙ্গে বলেন, যদি বার্সা সভাপতি গ্রিজম্যানের সঙ্গে দেখা করে থাকেন তাহলে অবশ্যই তাকে খেলার প্রস্তাব দেয়া হয়েছে। যদিও আমি এ ব্যাপারে কিছুই জানি না। তিনি আরও বলেন, ভাল সম্পর্ক থাকলে সাধারণ আলাপচারিতাও হতে পারে।
×