ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানসিক রোগীরাই বেশি সেলফি তোলে

প্রকাশিত: ০৫:১১, ২১ ডিসেম্বর ২০১৭

মানসিক রোগীরাই বেশি সেলফি তোলে

সেলফি এমন এক ছবি, যা তুলেতে গিয়ে কত প্রাণ যায়, তা আর আজ গুনে শেষ করা যাবে না। তবু সেলফি নেয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। সেলফি নেয়া প্রবণতাকে মেন্টাল জিসঅর্ডারের লক্ষণ হিসেবেই বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। বিপদের ঝুঁকি নিয়ে এমন ছবি তোলার অভ্যাসকে চিকিৎসকরা একাধিক কেস স্টাডির পর নিশ্চিত হয়েছেন যে, যারা সেলফি নিতে খুব পছন্দ করেন তারা আসলে এক ধরনের মানসিক রোগের শিকার। নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি এবং ত্যাগরাজ স্কুল অব ম্যানেজমেন্টের একদল গবেষক এই বিষয়ে গবেষণা চালাতে গিয়ে লক্ষ্য করেছিলেন যে, যারা কথায় কথায় সেলফি নিয়ে থাকেন তাদের ব্রেনের গ্রাফ সাধারণ মানুষদের থেকে একেবারেই আলাদা। এর পর পরই শুরু হয় আরও বেশ কিছু গবেষণা। তাতেও একই তথ্য উঠে আসে। বিশেষজ্ঞরা এই মেন্টাল ডিসঅর্ডারকে তিনটি ভাগে ভাগ করেছেন, বর্ডারলাইন, এ্যাকিউট এবং ক্রনিক। যারা দিনে কম করে তিনটে সেলফি তোলেন, কিন্তু সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন না, তারা বর্ডারলাইনে রয়েছে। অন্যদিকে যারা দিনে তিনবার সেলফি নিয়ে প্রতিবারই সোস্যাল মিডিয়ার পোস্ট করেন, তারা এ্যাকিউট অবস্থার শিকার। আর একেবারে শেষে আসে ক্রনিক মেন্টাল ডিসঅর্ডার। এই বিভাগে রাখা হয় তাদেরকেই যারা দিনে ছয়বারের বেশি সেলফি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। ওয়েবসাইট অবলম্বনে।
×