ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির ২৫ নেতাকর্মী আটক

খালেদার পক্ষে আজও যুক্তি উপস্থাপন, সড়কে বিশৃঙ্খলা

প্রকাশিত: ০৫:০৮, ২১ ডিসেম্বর ২০১৭

খালেদার পক্ষে আজও যুক্তি উপস্থাপন, সড়কে বিশৃঙ্খলা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শুরুর পর বৃহস্পতিবারও তার পক্ষে যুক্তি তুলে ধরার সময় রাখা হয়েছে। ঢাকার পঞ্চম বিশেষ জজ মোঃ আখতারুজ্জামানের আদালতে বুধবার বেলা সোয়া ১১টায় বিএনপির নেত্রীর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আবদুর রেজাক খান। বুধবার বেলা পৌনে ২টা পর্যন্ত যুক্তিতর্ক চলার পর তা মুলতবি করে পরেরদিন বৃহস্পতিবার সময় রাখেন বিচারক। এর আগে সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত এ আদালতে উপস্থিত হন বিএনপি নেত্রী। আসামিপক্ষে প্রথম দিনের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পরপরই আদালত প্রাঙ্গণ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা। রেজাক খানের পর বিএনপি নেত্রীর পক্ষে তার আরও তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের যুক্তি উপস্থাপন করার কথা রয়েছে। এদিকে, খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাস্তায় অবস্থান নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে বিএনপির অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যুক্তিতর্কের শুনানির বিষয়ে আবদুর রেজ্জাক খান সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অসার যুক্তিহীন সৃজিত মামলা। এ মামলা সংক্রান্ত যত কোলাহল বাইরে থাকুক না কেন, সেই কোলাহল বিচার অঙ্গনে প্রবেশ নিষেধ। প্রসিকিউসনের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা দাবি করা হয়েছে। মামলা প্রমাণিত হয়েছে বলে তারা দাবি করেছেন। আমি বক্তব্য দিতে গিয়ে বলেছি, ফৌজদারি আইনের বিচারে ৪০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এটাতে টাকা গচ্ছিত করা হয়েছে এরকম কোনও সাক্ষ্য প্রমাণ আদালতে কেউ দিতে পারে নাই।’ এর আগে যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন মঙ্গলবার রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বিদেশী অনুদানের অর্থ এতিমদের কল্যাণে খরচ না করে আসামিরা বিভিন্ন পদ্ধতিতে হস্তান্তর, রূপান্তর করেছেন। বছরের পর বছর তারা ওই অর্থ পাচার করেছেন।’ রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর কারও জবানবন্দীই আসামিপক্ষ জেরা করে খ-ন করতে পারেনি বলে দাবি করেন দুদকের আইনজীবী। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হলেই দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নয় বছর আগে দুদকের দায়ের করা এ মামলা রায়ের পর্যায়ে আসবে। এতিমদের জন্য বিদেশ থেকে আসা জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিএনপির ২৫ নেতাকর্মী আটক ॥ রাজধানীর হাইকোর্ট এলাকায় থেকে বিএনপির অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার একই জায়গা থেকে ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটক নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে আদালতে যাওয়ার সময় রাস্তায় অভ্যর্থনা জানাতে এসেছিলেন বলে জানা গেছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান জানান, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় নেতাকর্মীরা গুলিস্তান মোড়ে গাড়ি ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হতে পারে।
×