ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাগমারায় ভুয়া ভাইস চ্যান্সেলর গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৪, ২০ ডিসেম্বর ২০১৭

বাগমারায় ভুয়া ভাইস চ্যান্সেলর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া মদিনাতুন উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথিত ভাইস চ্যান্সেলর রফিকুল ইসলামকে মঙ্গলবার আবারও গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। রফিকুল ইসলামকে গ্রেফতারের সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় পুলিশ তার ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কথিত এ ভিসি রফিকুল উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের দফতরে আসেন। সেখানে তিনি নিজেকে অর্জুনপাড়া মদিনাতুন উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরিচয় দিয়ে ব্যাংকের টাকা উত্তোলনের জন্য কিছু কাগজপত্রে স্বাক্ষর চান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কাছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতির বৈধ কাগজপত্র দেখতে চাইলে ভিসি রফিকুল ইসলাম উপজেলা প্রাশাসনকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম তার ভুয়া ডিগ্রীর বিষয়টি বুঝতে পারেন। পরে তিনিই বাগমারা থানার পুলিশকে খবর দেন।
×