ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ছোট যমুনার ওপর সেতু নেই, দুর্ভোগ

প্রকাশিত: ০৬:২২, ২০ ডিসেম্বর ২০১৭

জয়পুরহাটে ছোট যমুনার ওপর সেতু নেই, দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৯ ডিসেম্বর ॥ সদর উপজেলার মোহাম্মদাবাদ ও পাঁচবিবি উপজেলার আয়মারসুল ইউনিয়নের মানুষের পারাপারের জন্য ছোট যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে হলেও তা পূরণ হয়নি। বহু বছর আগে মাধব চন্দ্র মন্ডল নামে এলাকার এক ব্যক্তি নৌকা দিয়ে ঐ দুই ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার মানুষকে পারাপার করতে করতে ঐ ঘাটের নাম হয় মাধবের ঘাট। আর এই মাধবের ঘাটে ছোট যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকার লাখো মানুষের। বছরের পর বছর গেলেও তা আজও নির্মিত হয়নি। জানা যায়, শত বছরের পুরনো মাধবের ঘাটের উত্তর অংশে রয়েছে আয়মারসুলপুর, ঘাসুরিয়া, আয়মাবাট্টা, রসুরপুর, সোনারপাড়া, গঙ্গাম-লপাড়া, ঠকেরঘাট, মন্ডলপাড়া, মালিদহ, শালপাড়া, আগাইর, পূর্ব রসুলপুর গ্রাম। আর দক্ষিণ অংশে রয়েছে জিতারপুর, বেল-আমলা, মাংনিপাড়া, বলরামপুর, জুমনিপাড়া, বুলুপাড়া, বামনকুন্ডা গ্রাম। এছাড়া উত্তর অংশে রয়েছে রসুরপুর উচ্চ বিদ্যালয়। উত্তর অংশে রয়েছে অনাথবন্ধু কুন্ডু সরকারী প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নদী পারাপারে একমাত্র অবলম্বন হলো নৌকা। ছোট যমুনার দুইপারের গ্রামের লক্ষাধিক মানুষকে মাধবেরঘাট দিয়ে পারাপার হতে হয়। ছোট যমুনা নদীতে বর্ষার ভরা মৌসুমে নৌকায় পারাপার বেশ বিপজ্জনক হয়। তবে শুকনা মৌসুমে নদীতে পানি কম থাকায় নৌকায় পারাপার কিছুটা ঝুঁকিমুক্ত হয়। তবে স্কুলে ছেলেমেয়েদের নদী পারপারের সময় খুবই দুর্ভোগ পোহাতে হয়। জয়পুরহাট সদর উপজেলার বেল-আমলা থেকে ২ কিলোমিটার কাঁচা রাস্তা পেরিয়ে অবর্ণনীয় দুর্ভোগ আর কষ্ট শিকার করে মাধবেরঘাটে এসে ছোট যমুনা নদী পার হতে হয় হাজার হাজার মানুষকে। রসুরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল ইমরান জানায়, বেল-আমলা থেকে কয়েক কিলোমিটার পথ হেঁটে এসে নৌকায় করে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। যা আমাদের কাছে অতি বিড়ম্বনার। অনাথবন্ধু কুন্ডু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা বারবার নিবেদন করেছি জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের কিন্তু কাজ হয়নি। মোহাম্মদাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ডাঃ আমজাদ হোসেন জানান, আমি নিজে ছোট যমুনার ওপর মাধবেরঘাটে সেতু নির্মাণের জন্য বিভিন্ন দফতরে ধরনা দিয়েও লাভ হয়নি। মাধব চন্দ্র মন্ডলের নাতি বিনয় চন্দ্র মন্ডল জানান, আমরা এখনও নৌকায় মানুষ পারাপার করি। আমরা দেখি মানুষের কি কষ্ট। আমরা চাই সরকার অতিদ্রুত এখানে সেতু নির্মাণের ব্যবস্থা নিক। মোহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, আমি বারবার সেতু নির্মাণের আবেদন করেছি। কিন্তু কি করব লাভ তো হচ্ছে না। জয়পুরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর সিনিয়র সহকারী প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান, সেখানে সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী জানায়, আমরা বছরের পর বছর শুধু প্রতিশ্রুতি শুনে যাচ্ছি। কিন্তু এর বাস্তবায়ন কবে ঘটবে, জানি না।
×