ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে শ্রমিক

প্রকাশিত: ০৪:৩১, ১৭ ডিসেম্বর ২০১৭

নরসিংদীতে শ্রমিক

স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ইয়াছিন (২২) নামে এক পাওয়ারলুম শ্রমিক খুন হয়েছে। মেঘনা বিধৌত নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া বালুর মাঠে শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহতের পিতা রিক্সাচালক কবির মিয়া জানান, ঘটনার দিন রাত আনুমানিক ৭টায় তার নিজ বাসা শহরের ব্রাহ্মণপাড়া থেকে পুত্র ইয়াছিনকে তার সহযোগী শ্রমিক বিল্লাল মিয়া ডেকে নিয়ে যায় মেঘনা পাড়ের বালুর মাঠে। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিল্লাল ও তার সহযোগী কয়েক দুর্বৃত্ত। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাটোরে যুবক নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, সিংড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চকসিংড়া তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত তফিকুল একই গ্রামের আব্দুল কুদ্দুস মেম্বারের ছেলে। সিংড়া থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তফিকুল ইসলাম তেমুক নওগাঁ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পরে তিনি চকসিংড়া মোড়ে পৌঁছালে কয়েক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে মুখে বিষ ঢেলে দেয়। এ সময় তফিকুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা রহিমানপুর মাদ্র্রাসা বাজার এলাকায় শনিবার দুপুরে প্রকাশ্যে কুড়ালের কোপে আনিছুর রহমান (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক সুজনকে আটক করেছে। পুলিশ জানায়, রহিমানপুর মাদ্রাসা বাজারে আনিছুর ও সুজনের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে সুজন কুড়াল দিয়ে আনিসুরকে কোপাতে থাকে। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়ায় গৃহবধূ ও যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় পৃথক স্থান থেকে মর্জিনা বেগম (২৫) নামের এক গৃহবধূ ও মাহবুব (২২) নামের যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার অভিযোগে নিহত গৃহবধূর স্বামী সিদ্দিক হোসেনকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকার একটি বাড়ির কক্ষ থেকে মর্জিনার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মর্জিনা নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন গোরাবট গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। সে জিরাবোতে ‘মাসকট’ নামক পোশাক কারখানায় চাকরি করত। আটক সিদ্দিক আশুলিয়ার জামগড়ার কু-োলবাগ এলাকার ফজল মিয়ার ছেলে।
×