ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিভিন্ন প্রতিষ্ঠানের বিজয় দিবস পালন

প্রকাশিত: ০৪:০৫, ১৭ ডিসেম্বর ২০১৭

বিভিন্ন প্রতিষ্ঠানের বিজয় দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। এদিন ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুলের তোড়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শনিবার দিনব্যাপী আলোচনাসভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএসএমএমইউ ॥ ১৬ ডিসেম্বর সকাল ছয়টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় জাতির জনকের ম্যুরালে এবং সকাল নয়টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভার্সিটির উপাচার্য জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের গান পরিবেশনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী, মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার ছবি ডিসপ্লে, মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও সাফল্য, স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শনী: ‘আমার বন্ধু রাশেদ’ ইত্যাদি কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ॥ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে ছাত্রদের মোরগ লড়াই, ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার, শিক্ষক ও কর্মকর্তাদের ভলিবল, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ফুটবল, শিক্ষিকা ও মহিলা কর্মকর্তা-কর্মচারীদের পিলো পাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। অপরাহ্ণে বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ ॥ ঢাকার উত্তরার ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় শনিবার পালিত হয় মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস উদ্যাপনের কার্যক্রম। ৪৭তম এই বিজয় দিবস উদ্যাপনের জন্য আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কোরান তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে মুক্তযুদ্ধভিত্তিক গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীর নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং ধানম-ির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রূপালী ব্যাংক ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, মহাব্যবস্থাপক মোঃ কাইসুল হক, এবনুজ জাহান, আলতাফ হোসেন, মোঃ মাঈন উদ্দিন, অরুণ কান্তি পাল, মামুনুর রশীদসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও ব্যাংকের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জনতা ব্যাংক ॥ বিজয় দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের সিইও এ্যান্ড এমডি মোঃ আব্দুছ ছালাম আজাদের নেতৃত্বে শনিবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ হেলাল উদ্দিন, ড. মোঃ ফরজ আলী এবং মোঃ ইসমাইল হোসেন, মহাব্যবস্থাপকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অফিসার সমিতি এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×