ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোয়াজ্জেমুল হক

‘বিজয়’-‘প্রিমিয়ার’ ও মহিউদ্দিন

প্রকাশিত: ০৬:১২, ১৬ ডিসেম্বর ২০১৭

‘বিজয়’-‘প্রিমিয়ার’ ও মহিউদ্দিন

বিজয় ও প্রিমিয়ার শব্দটির সঙ্গে মহিউদ্দিনের যোগসূত্র যেন একসূত্রে গাঁথা। হতে পারে কাকতালীয়। তবে এটি সত্য। বাঙালীর বিজয়ের মাস ডিসেম্বর। এই ডিসেম্বরে মহিউদ্দিনের জন্ম। আবার এ বিজয়ের মাস ডিসেম্বরে মহিউদ্দিনের চিরবিদায়। বিজয় ও প্রিমিয়ার দুটি শব্দ তাঁর কাছে অতিপ্রিয় ছিল। তাই তিনি মেয়র থাকাকালে প্রতিষ্ঠা করেছেন বিজয় নামের একটি স্মারক ভাস্কর্য। করেছেন বিজয় নামের একটি স্তম্ভ। আর মালিকানা নিয়েছেন বিজয় নামের একটি টিভি চ্যানেলের। এছাড়া ‘বিজয়-১৬’ নামের একটি দৈনিক পত্রিকার ডিক্লারেশনও নিয়েছেন, যা প্রকাশের জন্য প্রক্রিয়াধীন। প্রিমিয়ার শব্দটিও তাঁকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। মেয়র থাকাকালে তিনি প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ‘প্রিমিয়ার ড্রিংকিং’ নামে একটি মিনারেল ওয়াটার প্রকল্পও করেছেন। এছাড়া ল্যাপটপ এ্যাসেম্বলিং করে বাজারজাতকরণের জন্য ব্র্যান্ড নাম দিয়েছেন প্রিমিয়ার। চট্টগ্রামের মেয়র পদে তাঁর বিজয়ও হ্যাটট্রিক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিজয় এসেছে মহিউদ্দিনের মতো অসংখ্য মুক্তিযোদ্ধা ও শহীদানের কারণে। বিজয় ও প্রিমিয়ার নিয়ে তাঁর আরও কিছু প্রকল্প ছিল, যা জীবদ্দশায় তিনি অতি নিকটজনদের কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু ৭৩ বছর এক মাসের মাথায় তাঁর জীবনপ্রদীপ নিভে যাওয়ার কারণে এসব স্মৃতিময় ঘটনা হিসেবেই জাগরূক থাকবে।
×