ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচে সাকিবের বাজিমাত

প্রকাশিত: ০৫:১৪, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রথম ম্যাচে সাকিবের বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ টি১০ ক্রিকেট লীগ শুরু হয়েছে বৃহস্পতিবার। লীগের প্রথম ম্যাচটিতেই খেলতে নামেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। কেরালা কিংসের হয়ে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে খেলেছেন সাকিব। লীগের প্রথম আসরের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে সাকিবের দল। সাকিবও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট করার সুযোগ পাননি। বল করেছেন ১ ওভার। তাতে ৫ রান দিয়েছেন। তবে ফিল্ডিংয়ে অসাধারণ ফিল্ডিং করায় প্রথম ম্যাচে সেরা ফিল্ডার হয়েছেন। প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর শেষ হয়েছে মঙ্গলবার। বুধবারই সাকিব চলে গেছে দুবাইয়ে। টি১০ লীগে তার দলের সঙ্গে যোগ দেন। বৃহস্পতিবারই প্রথম ম্যাচ খেলেন। ৯০ মিনিটের এ খেলায় দশ ওভারের মধ্যে একটি ওভার করেন, ফিল্ডিংয়ে দেখান ঝলক। ফ্র্যাঞ্চাজিভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে সেরা ফিল্ডারের পুরস্কার জিতে নিয়ে ক্রিকেটের ছোট্ট এই সংস্করণের শুরুতেই বাজিমাত করেছেন সাকিব। শারজাহতে ‘টি১০ ক্রিকেট লীগে’র প্রথম ম্যাচেই বেঙ্গল টাইগার্সের বিপক্ষে জয় পেয়েছে ইয়ন মরগান, সাকিবদের দল কেরালা কিংস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার ও ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে এক উইকেট হারিয়ে সরফরাজ আহমেদের দল বেঙ্গল টাইগার্সের সংগ্রহ দাঁড়ায় ৮৬ রান। জবাবে দুই উইকেট হারালেও ওপেনার পল স্টার্লিংয়ের ২৭ বলে ৬৬ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় কেরালা কিংস। এই ম্যাচে কোন উইকেট না পেলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন মিতব্যয়ী। এক ওভার বল করার সুযোগ পেয়ে মাত্র পাঁচ রান দেন বাঁহাতি এই স্পিনার। দ্বিতীয় বলে চার হজম করার পর শেষ বলে গিয়ে এক রান দেন। ওভারে মোট চারটি ডট বল দেন সাকিব। সবমিলিয়ে তার ওভার থেকে আসে পাঁচ রান। বিপিএলের পঞ্চম আসরে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিবের এমন মিতব্যয়ী বোলিং প্রশংসা কুড়ায় ধারাভাষ্যকারসহ সমর্থকদের। অসাধারণ বোলিংয়ের পর ফিল্ডিংয়ে দক্ষতার সঙ্গে বেশ কিছু রান বাঁচানোর ফল হিসেবে ম্যাচ শেষে সেরা ফিল্ডারের পুরস্কারও জিতে নেন তিনি। ফুটবল হয় ৯০ মিনিটে। ক্রিকেটেও ৯০ মিনিটের সংস্করণ আনা হয়। এ লীগে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। সাকিবের কেরালা কিংসের গ্রুপে আছে বেঙ্গল টাইগার্স ও পাঞ্জাবী লিজেন্ডস। বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও দলের সঙ্গে যোগ দিয়েছেন। তামিমের পাখতুনসের গ্রুপে আছে মারাঠা এ্যারাবিয়ান্স ও টিম শ্রীলঙ্কা। গ্রুপপর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে।
×