ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৪:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৭

সোনারগাঁয়ে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে অষ্ট্রিয়া প্রবাসীর বাড়িসহ চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী, রিবর ও সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাতদল উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী গ্রামের অস্ট্রিয়া প্রবাসী হাবিবুল্লাহের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে হাবিবুল্লাহসহ তার বড় ভাই আলমগীর, ইব্রাহিম ও তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ঘর থেকে ৫০ হাজার, ইব্রাহিমের রুম থেকে নগদ ৫৩ হাজার ও প্রবাসী হাবিবুল্লাহ ঘর থেকে সাড়ে ৪ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এদিকে একই রাতে ওই ইউনিয়নের রিবর গ্রামের বাসিন্দা বারদী এলাকায় রঞ্জিত সাহার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা রঞ্জিত সাহার ছেলে রঞ্জন সাহার ঘরে প্রবেশ করে তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, ২টি মোবাইল সেট, রঞ্জিত সাহার ছোট ভাই সত্য সাহার ঘর থেকে ২৫ হাজার টাকা, ৩টি মোবাইল সেট লুট করে নেয়। পরে ডাকাতদল রঞ্জিত সাহার বড় ভাই মৃত কালু সাহার ছেলে শ্যামল সাহার ঘরে প্রবেশ করে কিছু না পেয়ে তছনছ করে আসবাবপত্র ভাংচুর করে ডাকাতদল পালিয়ে যায়। অন্যদিকে একই গ্রামের আবুল মিয়ার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী জীবন মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ১ ভরি র্স্বণালঙ্কার লুট করে নিয়ে যায়। সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে আজহার মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ১ ভরি র্স্বণ, ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
×