ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৪:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৭

কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা-১৫ ডিসেম্বর ॥ চৌদ্দগ্রামে যাত্রীবাহী গ্রীনলাইন বাসের চাঁপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার আজিজুল হক (২৫) ও ঢাকার বাসিন্দা শাহজাহান মিয়া (৩০)। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, চিওড়া-ঢালুয়া সড়ক থেকে মোটরসাইকেলে করে তিন যুবক মহাসড়কে উঠার সময় ঢাকাগামী গ্রীনলাইন বাসের চাঁপায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে গৃহবধূ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, জেলার হাসনাবাদ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভগ্নিপতি মাহফুজার রহমান মাস্টারের জানাজা শেষে ফুলবাড়ি বড়ভিটা এলাকায় নিজ বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটো রিক্সার চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলা কেটে তার মৃত্যু হয়।তাদের বাড়ি ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামে। নিহত মনোয়ারা বেগম ২ পুত্র সন্তানের জননী। নিহতের স্বামী পশ্চিম ভাঙ্গামোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুর এলাকার আমার ভগ্নিপতি মাহফুজার রহমান মাস্টার মারাগেলে শুক্রবার সকালে আমরা বাড়ির সকলে মিলে জানাজায় অংশ নেই। বিকেলে বাড়ি ফেরার পথে সাড়ে ৫টার দিকে হাসনাবাদ এলাকার কাদর মাঠ সংলগ্ন রাস্তায় আমার স্ত্রী মনোয়ারা বেগম আকস্মিকভাবে অটোরিক্সা থেকে নিচে পড়ে যায়। ওড়না অটোরিক্সার চাকার সাথে পেঁচিয়ে গলা কেটে রাস্তায় পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়।
×