ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার ॥ ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে আট অভিযোগ আমলে

প্রকাশিত: ০৫:২৮, ১৫ ডিসেম্বর ২০১৭

যুদ্ধাপরাধী বিচার ॥ ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে আট অভিযোগ আমলে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের আব্দুল সালামসহ ৯ আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, অগ্নিসংযোগসহ মোট ৮ অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি। অন্যদিকে খুলনার বটিয়াঘাটার সাত আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনসহ অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ১৪ জানুয়ারি। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি, ও প্রসিকিউটর আবুল কালাম। ময়মনসিংহের আব্দুল সালামসহ ৯ আসামির বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা ২৯ মার্চ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের আব্দুল সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চূড়ান্ত প্রতিবেদনে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, অগ্নিসংযোগসহ মোট ৮ অভিযোগ পাওয়া গেছে। নয় আসামির মধ্যে মোঃ আব্দুল সালাম, সুরুজ আলী ফকির, মোঃ ময়েন উদ্দিন ফারুকী, মোঃ আব্দুর রহিম ওরফে মোঃ আব্দুর রহিম মাস্টার ওরফে নুর বিএসসি, মোঃ জালাল উদ্দিন ও মোঃ রুস্তম আলী গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছে। অন্যদিকে পলাতক রয়েছেন তিন রাজাকার । ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, আটক, অগ্নিসংযোগসহ আট ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত ২০১৬ সালের ১৭ মে থেকে শুরু হয়ে চলতি ২৯ মার্চ শেষ হয়েছে। পৃথক চার খন্ডে ৪২৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মুক্তিযুদ্ধের সময় ১০১ জনকে হত্যা, ১১০-১১২টি বাড়িতে অগ্নিসংযোগ, একজনকে ধর্ষণ ও ১২-১৩ জনকে নির্যাতনে গুরুতর আহত করার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে খুলনার বটিয়াঘাটার সাত আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনসহ অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। খুলনার সাত আসামি হলো- বাগেরহাটের শহর আলী (৬৪), আশরাফ শেখ (৭৯), আমজাদ হোসের হাওলাদার (৭৪), মোজাহার আলী শেখ (৬৪), আতিয়ার শেখ ৬৯, মোতাছিম বিল্লাহ ৭৯, কামাল উদ্দিন গুলজার (৬৫)। এই মামলার অন্য আসামি নজরুল ইসলাম। তাকে এখনও গ্রেফতার করা হয়নি। এছাড়া এই মামলার এক আসামি আশরাফ শেখ (৭৯) কারাগারে মৃত্যুবরণ করায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
×