ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ বাংলাদেশী শিশু-কিশোরকে হস্তান্তর

প্রকাশিত: ০৩:৫১, ১৫ ডিসেম্বর ২০১৭

১৫ বাংলাদেশী শিশু-কিশোরকে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দেড় বছর ভারতে আটকের পর বৃহস্পতিবার ১৫ বাংলাদেশী শিশু-কিশোরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে দেড় বছর আটক থাকার পর ১৫ বাংলাদেশী শিশু-কিশোরকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। হিলি ইমিগ্রেশন পুলিশ জানান, ১৫ জন শিশু-কিশোর দেড় বছর ধরে বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে আটক ছিল। তাদের আটক থাকার ঘটনা বাংলাদেশ সরকার অবগত হওয়ার পর দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি বিকাশ মন্ডল ১৫ জন শিশু-কিশোরকে হস্তান্তর করেন।
×