ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াইল্ডকার্ড পেলেন আজারেঙ্কা

প্রকাশিত: ০৬:৪৯, ১৪ ডিসেম্বর ২০১৭

ওয়াইল্ডকার্ড পেলেন আজারেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ টেনিস ক্যারিয়ারে দুটি মাত্র গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তার দুটিই আবার অস্ট্রেলিয়ান ওপেনে। ২০১২ সালে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জেতা বেলারুশ সুন্দরী পরের বছরই মেলবোর্নে দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের স্বাদ পান তিনি। তবে নতুন মৌসুমের প্রথম এই গ্র্যান্ডস্লামে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের ভেলায় ভাসছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। মেলবোর্নে খেলার জন্য সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ওয়াইল্ডকার্ড প্রদান করেছেন তারা। নতুন বছরের ১৫ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। তবে সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ান ওপেনের আগে অকল্যান্ডে ডব্লিউটিএ’র একটি ইভেন্টে খেলেই মৌসুম শুরু করবেন বেলারুশ সুন্দরী। গত বছরের শেষের দিকে প্রথম সন্তানের মা হন আজারেঙ্কা। তবে উইম্বলডনের সৌজন্যে দীর্ঘ বিরতির পর আবারও কোর্টে ফেরেন তিনি। কিন্তু কোর্টে ফেরাটা খুব সুখকর হয়নি তার। কেননা উইম্বলডনে অংশগ্রহণের পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন তিনি। যে কারণেই এ বছরের ইউএস ওপেন ও ডেভিস কাপের ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন আজারেঙ্কা। সন্তান কার কাছে থাকবে তা নিয়ে আদালতে সাবেক প্রেমিকের বিরুদ্ধে চলমান মামলার কারণেই গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। এর ফলে উইম্বলডনের পর টেনিসের আর কোন প্রতিযোগিতাতেই অংশ নিতে পারেননি তিনি। যে কারণেই টেনিস র‌্যাঙ্কিংয়ে অবনতি হতে থাকে তার। শীর্ষ দুই শ’র তালিকা থেকেও ছিটকে বর্তমানে ২০১ নাম্বারে অবস্থান করছেন তিনি। সঙ্কটের সময় সহায়তা করতেই আজারেঙ্কাকে ওয়াইল্ডকার্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের পরিচালক ক্রেইগ টাইলে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুস্পষ্টভাবেই ভিকার বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। যে কারণেই আমরা তাকে আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার প্রস্তাব দিয়েছি। অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন তিনি। তার সম্মানেই আমরা ওয়াইল্ডকার্ড প্রদানের সিদ্ধান্ত নেই এবং আগামী জানুয়ারিতেই মেলবোর্নে কোর্টে দেখতে চাই তাকে।’ তবে অস্ট্রেলিয়ান ওপেনে চমক হয়ে আসতে পারে সেরেনা উইলিয়ামসের নাম। কেননা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা সন্তান জন্মের পর এ বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের মন্তব্য করেননি। যদিওবা আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন যে, ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক মেলবোর্নে খেলতে প্রস্তুত। তবে ইতোমধ্যেই মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কুজনেতসোভা। মূলত ইনজুরির কারণেই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। ক্লাব বিশ্বকাপ ফুটবল ফাইনালে গ্রেমিও স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের টিকেট কেটেছে গ্রেমিও। মঙ্গলবার সেমিফাইনালের অতিরিক্ত সময়ে এভারটনের দুর্দান্ত স্ট্রাইকে মেক্সিকান ক্লাব পাচুচাকে ১-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও। কোপা লিবারতাদোরেস চ্যাম্পিয়ন গ্রেমিও শনিবার ফাইনালে কার মুখোমুখি হবে? সেটা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন ফুটবলপ্রেমীরা। কেননা বুধবার রাতেই যে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সেমিফাইনাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ বনাম সংযুক্ত আরব আমিরাতের আল-জাজিরার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের মুখোমুখি হবে গ্রেমিও। আল-আইনে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ছিল। ৯৫ মিনিটে এভারটন লেফট উইং দিয়ে কাট করে পাচুচার ৪৪ বছর বয়সী গোলরক্ষক অস্কার পেরেজকে জোরালো শটে পরাস্ত করেন।
×