ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটপাথ দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান

ডিএসসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা আরও দু’সপ্তাহ চলবে

প্রকাশিত: ০৪:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭

ডিএসসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা আরও দু’সপ্তাহ চলবে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিনামূল্যের ‘মেয়র মোহাম্মদ হানিফ স্বাস্থ্যসেবা’ কার্যক্রম দুই সপ্তাহ বাড়িয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ নগর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ কার্যক্রম বাড়ানোর কথা জানান। ফলে গত ২৮ নবেম্বর দুই সপ্তাহের জন্য চালু হওয়া কর্মসূচিটি আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। একই সঙ্গে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। অনুষ্ঠানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শেখ সালাহউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, শুষ্ক মৌসুমে ধুলাবালি থেকে নগরবাসীকে রক্ষার জন্য ৫০ কিলোমিটার এলাকার মধ্যে সকাল ছয়টা থেকে আটটা ও বিকেল তিনটা থেকে চারটার মধ্যে সড়কে পানি ছিটানো হচ্ছে। ফুটপাথ ফের দখলের বিষয়ে মেয়র বলেন, আমরা ৭ মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাথ দখলমুক্ত করার জন্য কাজ করেছিলাম। অনেকটা সফলও হয়েছিলাম। কিন্তু গত ঈদের সময় আমরা মানবিক দিক বিবেচনা করে কিছু ছাড় দিয়েছিলাম। সেই সুযোগে একশ্রেণীর প্রভাবশালী সিন্ডিকেট আবারও ফুটপাথ দখলে নিয়েছে। তবে আমরা শীঘ্রই ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান শুরু করব। খিলগাঁও ফ্লাইওভারের লাইট ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন এলাকায় যে লাইটিং করা হয়েছে তা সঠিকভাবে জ্বলছে না, এমন প্রশ্নের জবাবে মেয়র সঙ্গে সঙ্গেই বিদ্যুত বিভাগের প্রধানকে নির্দেশ দিয়ে এ বিষয়ে জরুরী ব্যবস্থা নিতে বলেন। সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন গত দুই সপ্তাহের স্বাস্থ্যসেবা দেয়ার একটি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দুই সপ্তাহে আমাদের কল সেন্টারে মোট কল এসেছে ২৭ হাজার ৪শ’ ৬টি। এর মধ্যে ইউনিক কল ছিল ১৯ হাজার ৯শ’ ৯১টি। এই ফোন কলের মধ্যে ডিএসসিসি নাগরিকদের মধ্য থেকে কল করেছেন ৯ হাজার ৩শ’ ৬৪ জন। তাদের মধ্যে ৩ হাজার ৬শ’ ৪০ জন তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যসেবা দেয়ার অনুরোধ করেছেন। আমরা ৩ হাজার ৩শ’ ১৮ জনের বাড়িতে গিয়ে সেবা দিয়েছি। মেয়র বলেন, নগরবাসীর অনুরোধের প্রেক্ষিতে তাদের প্রত্যাশা পূরণে এ কার্যক্রম আরও দু’সপ্তাহ বৃদ্ধি করে ২৭ ডিসেম্বর পর্যন্ত করা হলো। সম্মানীত নগরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। সুখে-দুখে তাদের পাশে দাঁড়িয়ে তাদের এ ঋণ শোধ করার ক্ষুদ্র প্রচেষ্টা এটি। মেয়র বলেন, তাপমাত্রা ওঠানামা করায় এ সময় সকলেরই কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। জ্বর, সর্দি, কাশি, পেটব্যথা, ডায়রিয়া; এসব সমস্যায় নগরবাসীর পাশে দাঁড়ানো আমার নৈতিক ও পবিত্রতম দায়িত্ব। বাড়িতে গিয়ে আনুমানিক ৬৮ ভাগ পুরুষ, ২২ ভাগ নারী এবং ১০ ভাগ শিশুকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। যার মধ্যে ঠা-াজনিত সর্দি, কাশি, জ্বর, পেট ব্যথা এবং ডায়রিয়ার রোগী রয়েছে। রোগীদের মাঝে এমোক্সিসিলিন ক্যাপসুল, এন্টাসিড, মেট্রোনিডাজল এবং প্যারাসিটামল ট্যাবলেট, সালবিটামল, হিস্টাসিন, ফাইমক্সাসিল সিরাপ এবং ওরস্যালাইন প্রদান করা হয়েছে। ডিএসসিসি মেয়র বলেন, আমাদের নাগরিকের অনেকেই আছেন যাদের আর্থিকভাবে স্বাস্থ্যসেবা নেয়ার সুযোগ নেই। আমাদের এই বিনামূল্যের কার্যক্রম তাদের অনেক কাজে লেগেছে। সেজন্য আমি এই ফোন নম্বরে কল করে আবার সবাইকে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ডিএসসিসির নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করার জন্য এ কর্মসূচী নেয়া হয়েছিল। নাগরিকরা এ থেকে সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেক নাগরিক শীত মৌসুমজুড়ে এ কর্মসূচী চালিয়ে নেয়ার অনুরোধ করেছেন। তাদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা কর্মসূচী আরও দুই সপ্তাহ বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে।
×