ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ ॥ হামলাকারী বাংলাদেশী

প্রকাশিত: ০৮:০০, ১২ ডিসেম্বর ২০১৭

নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ ॥  হামলাকারী বাংলাদেশী

বিডিনিউজ ॥ নিউইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে সোমবার সকালে বিস্ফোরণের ঘটনার ঘটনা ঘটেছে। এতে জড়িত এক বাংলাদেশী অভিবাসীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম আকায়েদউল্লাহ। সকালে অফিসযাত্রার সময় পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেম্স ও নীলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই যুবক ব্রুকলিনে থাকেন এবং তিনি বাংলাদেশ থেকে সাত বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এই বিস্ফোরণে আকায়েদ ছাড়া আরও চার জন আহত হয়েছে বলে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। হামলাকারী আইএস অনুপ্রাণিত বলে মনে করছেন নিউইয়র্ক পুলিশের সাবেক কমিশনার বিল ব্রাটন। তিনি এনবিসি নিউজকে বলেন, গত সাত বছর ধরে ২৭ বছরের আকায়েদ যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং খুব সম্ভবত আইএসআইএসের নামে সে এ বিস্ফোরণ ঘটিয়েছে। তাই, অবশ্যই এটা পরিকল্পিত সন্ত্রাসী হামলা। নিউইয়র্ক পুলিশ কমিশনার জিমস ও নীলও মনে করছেন, এটি সন্ত্রাসী হামলার ঘটনা। আটক আকায়েদকে গুরুতর অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউইয়র্কের পময়র বিল ডে ব্লাসিও বলেছেন, একটি সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল। ভাগ্য ভাল যে সন্দেহভাজন ব্যক্তিটি সফল হতে পারেনি। পোর্ট অথরিটি বাস টার্মিনাল যুক্তরাষ্ট্রের ব্যস্ততম একটি টার্মিনাল; সকালে অফিসগামী মানুষের ভিড়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটে। টার্মিনাল কর্তৃপক্ষের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দখা যায়, পাতাল স্টেশন থেকে যখন মানুষ প্যাসেজ ধরে উঠে আসছিল, তখনই বিস্ফোরণ ঘটে। ধোঁয়ার মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমে আসা আরেকটি ছবিতে দেখা যায়, মুখে দাড়িওয়ালা এক ব্যক্তি পড়ে আছেন, তার পেটে আড়াআড়ি লম্বা ক্ষতচিহ্ন। তার প্যান্ট মোটামুটি অক্ষত থাকলেও ক্ষতচিহ্নের ওপরে শার্ট ও গেঞ্জি পুড়ে গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, পড়ে থাকা ওই ব্যক্তিই আকায়েদ, যাকে তারা গ্রেফতার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, তার কোমরের দিকে পাঁচ ইঞ্চি ধাতব পাইপ এবং ব্যাটারি প্যাঁচানো দেখা যায়। তার শরীরেও তার জড়ানো ছিল। ওই ব্যক্তি জ্যাকেটের নিচে শরীরের ডানদিকে বোমাটি বহন করছিল। যুবকটি একটি ইলেক্ট্রিক কোম্পানিতে কাজ করে এবং সেখানে বসেই সে এই ‘পাইপ বোমা’ বানিয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর টেরেসা মের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে লন্ডনে এক বাংলাদেশী গ্রেফতার হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে নিউইয়র্কে আকায়েদ আটক হলো। জ্যাকেটের নিচে ডান দিকে বহন করে নিয়ে যাওয়া ডিভাইসটি আগেভাগেই আংশিক বিস্ফোরিত হয়। পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে আটক করেছে। হামলাকারীর বিচার চায় বাংলাদেশ ॥ বোমা হামলার নিন্দা জানিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, যে কোন সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের ‘জিরো টলারেন্সের’ কথা বলছে বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সন্ত্রাসীই, তার ধর্ম কিংবা জাতীয়তা যাই হোক না কেন। তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
×