ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেইলরের রেকর্ড ছোঁয়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দাপট

প্রকাশিত: ০৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৭

টেইলরের রেকর্ড ছোঁয়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক এক বছর পর সাদা পোশাকে তিন অঙ্কের দেখা পেলেন রস টেইলর। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের হয়ে সতীর্থ কেন উইলিয়ামসন ও গ্রেট মার্টিন ক্রোর সঙ্গে যৌথভাবে দেশটির সর্বোচ্চ ১৭ টেস্ট সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন রস টেইলর। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অপরাজিত ১০৭ ও অধিনায়ক উইলিয়ামসনের (৫৪) দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেটে ২৯১ রানের নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৭৩। জবাবে ৪৪৪ রানের অসম্ভব জয়ের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে করেছে। সব মিলিয়ে বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে অতিথিদের ২-০ তে ‘হোয়াইটওয়াশের’ পথে অনেক দূর এগিয়ে ব্ল্যাক ক্যাপস শিবির। সোমবার তৃতীয় দিন প্রথম ইনিংসে ৮ উইকেটে ২১৫ রান নিয়ে শুরু করা সফরকারীরা স্কোরবোর্ডে আর মাত্র ৬ রানের বেশি যোগ করতে পারেনি। দ্রুতই তাদের গুড়িয়ে দিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট (৪/৭৩)। এরপর দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড রান তুলেছে দ্রুত গতিতে। দুই ওপেনার জিত রাভাল (৪) ও টম লাথাম (২২) অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। তবে সেরা দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও টেইলর ক্যারিবীয়দের ভালমতোই ভুগিয়েছেন। ৬৪ বলে ৫৪ করে পেসার মিগুয়েল কামিন্সের দারুণ এক ইয়র্কারে বোল্ড হন উইলিয়ামসন। মিচেল স্যান্টনার (৪০ বলে ২৬), কলিন ডি গ্র্যান্ডহোমরা (৩১ বলে ২২) রান করেছেন সময়ের চাহিদা পূরণ করে। আরেক প্রান্তে রেকর্ডম্যান টেইলর ছিলেন যথারীতি নিজের মতো। ১৯৮ বলে অপরাজিত ১০৭ রানের পথে দারুণ সব শট খেলেছেন সাবেক অধিনায়ক। যেখানে ছিল ১১ চারের মার। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি এখন যৌথভাবে ক্রো, টেইলর ও উইলিয়ামসনের। প্রয়াত ক্রো পেছনে পড়ে যাবেন শীঘ্রই, লড়াই জমবে টেইলর ও উইলিয়ামসনের মধ্যে। তবে বয়স বিবেচনায় নিলে রেকর্ডটা হয়ত একদিন বর্তমান উইলিয়ামসনের দখলেই চলে যাবে। শেষ দিকে টিম সাউদি ২০ বলে ২২ রান করলে তৃতীয় দিনেই ইনিংস ঘোষণার সময় পায় কিউইরা। যে কারণে সিদ্ধান্ত, সেটির ফলও মিলেছে শেষ বিকেলে। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৭৩/১০ (১০২.২ ওভার; রাভাল ৮৪, লাথাম ২৩, উইলিয়ামসন ৪৩, টেইলর ১৬, নিকোলস ১৩, স্যান্টনার ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৮ ব্লান্ডেল ২৮, ওয়াগনার ১, সাউদি ৩১, বোল্ট ৩৭*; গ্যাব্রিয়েল ৪/১১৯, রোচ ৩/৫৮, কামিন্স ২/৫৭, চেইস ০/৯০, রেইফার ১/৩৬, ব্র্যাথওয়েট ০/১২) ও দ্বিতীয় ইনিংস ২৯১/৮ ডিক্লে. (৭৭.৪ ওভার; রাভাল ৪, ল্যাথাম ২২, উইলিয়ামসন ৫৪, টেইলর ১০৭*, নিকোলস ৫, স্যান্টনার ২৬, ডি গ্র্যান্ডহোম ২২, ব্লান্ডেল ১, ওয়েগনার ৮, সাউদি ২২*; গ্যাব্রিয়েল ২/৫২, রোচ ০/২৮, কামিন্স ৩/৬৯, রেইফার ১/৫২, ব্র্যাথওয়েট ০/৩৩, চেইস ২/৫১) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২২১/১০ (৬৬.৫ ওভার; ব্রেথওয়েট ৬৬, পাওয়েল ০, হেটমায়ার ২৮, হোপ ১৫, চেইস ১২, আমব্রিস ২, ডাওরিচ ৩৫, রোচ ১৭, রেইফার ২৩*, কামিন্স ১৫, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৩৪, বোল্ট ৪/৭৩, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়াগনার ২/৭৩) ও দ্বিতীয় ইনিংস ৩০/২ ( ৮ ওভার; লক্ষ্য ৪৪৪; ব্রেথওয়েট ১৩*, পাওয়েল ০, হেটমায়ার ১৫, হোপ ১*, সাউদি ১/১৮, বোল্ট ১/১১) * তৃতীয় দিন শেষে
×