ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তামণির হাতে ফের ব্যান্ডেজ

প্রকাশিত: ০৫:৩২, ১২ ডিসেম্বর ২০১৭

মুক্তামণির হাতে ফের ব্যান্ডেজ

স্টাফ রিপোর্টার ॥ রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে ফের ব্যান্ডেজ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করেন। ইউনিটের সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন জনকণ্ঠকে জানান, মুক্তামণির হাতে ড্রেসিং করে আমরা প্রেসার ব্যান্ডেজ করে দিয়েছি। তার অবস্থা কয়েকদিন দেখতে হবে। এরপর পরবর্তী অবস্থা বলা যাবে। মুক্তামণির বাবা ইবরাহীম হোসেন জানান, মুক্তামণির অবস্থা আগের মতোই। তার হাতে ব্যথা আছে। ডাক্তাররা বলেছে, যেহেতু ওর হাতে প্রেসার ব্যান্ডেজ করা হয়েছে। তাই প্রথম প্রথম অস্বস্তি লাগবেই। পরে এটা কমে আসবে। ইবরাহীম হোসেন জানান, মুক্তামণিকে ব্যান্ডেজ দেয়ার পর আরও দু’দিন দেখবে ডাক্তাররা।
×