ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণের হাতেই দেশের আগামীর ভবিষ্যত ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:১০, ১১ ডিসেম্বর ২০১৭

তরুণের হাতেই দেশের আগামীর ভবিষ্যত ॥ অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশকে দেয়ার মতো যুব সমাজের অনেক কিছুই আছে। তরুণের হাতেই দেশের আগামীর ভবিষ্যত। নতুন করদাতাদের বেশির ভাগই তরুণ। এই তরুণ সমাজই দেশকে এগিয়ে নিয়ে যাবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবনে ‘রুপকল্প-২০২১ এবং রুপকল্প-২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এই প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এবারের মূসক বা ভ্যাট দিবসের স্লোগান হচ্ছে ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’। আগে ১০ জুলাই ভ্যাট দিবস পালন করা হলেও গত বছর থেকে ১০ ডিসেম্বর দিবসটি পালিত হচ্ছে। ভ্যাট দিবসের পাশাপাশি ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করা হয়। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, সরকার চালাতে যে রসদ প্রয়োজন হয় যারা রসদ যোগান দেয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান তাদেরকে আমরা সম্মানিত করছি। দেশে রাজস্ব কম, চাহিদা বেশি এই অপবাদ আছে এখনো তবে পরিবর্তন আসছে। যারা আয়কর দিতেন সেই সংখ্যাটাও বাড়ছে। অর্থমন্ত্রী বলেন, সবচেয়ে খুশির বিষয় হলো যারা এখন নতুন কর দিচ্ছেন তাদের বেশির ভাগের বয়স ৪০ বছরের নিচে। অর্থাৎ আমাদের দেশের যুব সমাজ মনে করে রাষ্ট্র তাদের জন্য কিছু করছে। সুতরাং রাষ্ট্রের জন্য কিছু করা উচিত। রাষ্ট্রের এসব কাজ বর্ধনের জন্য তারা রাষ্ট্রকে সাহায্য করতে এগিয়ে আসছেন। এসব যুব সমাজকে ধন্যবাদ। তিনি আরও বলেন, আমাদের দেশে তরুণ সমাজই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তরুণরা মনে করেন দেশের উন্নয়নে তাদের কিছু করা দরকার। তাই তারা কর দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানেই নেতৃত্বে রয়েছে তরুণ সমাজ। কাজেই তরুণরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের মতো রাষ্ট্রে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হতে পারে এটা বিশে^র অনেকের কাছেই অবিশ^াস্য মনে হয়। নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়নের জন্য বিদেশেও আমাদের সম্মান দেয়া হয় বলে জানান শিল্পমন্ত্রী। তিনি আরও বলেন, ভ্যাট-ট্যাক্স ঠিকমতো না দিলে সরকারের উন্নয়নগুলো হয় না। সরকারে ট্যাক্স দেয়ার অর্থ হচ্ছে নিজস্ব আয় বৃদ্ধির একটি প্রক্রিয়া। ভ্যাট-ট্যাক্স আধুনিকায়ন আর স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, জিডিপি রেশিও আরো বাড়াতে ভ্যাট ভূমিকা রাখতে পারে। ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে এফবিসিসিআই বিভিন্ন ফোরামে বাধা দিয়েছে ভবিষ্যতে এর বিপত্তিগুলো এখনই সমাধান প্রয়োজন বলেও মনে করেন তিনি। আব্দুর রাজ্জাক আরও বলেন, আমরা ইনকাম ট্যাক্স আয় ভ্যাট আয় বাড়াতে চাই। গ্রামীণ এলাকায় যে উন্নতি হচ্ছে তা দেখার মতো। গ্রামীণ অর্থনীতি আমরা চাঙ্গা করেছি। এজন্য আমরা দাবি করছি উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে এনবিআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের সংগঠন জয়েন্ট এসোসিয়েশন কাজ করছে কিভাবে আরও সহজভাবে ভ্যাট আদায় করা যায় সে বিষয়ে। গত বছর ৩২ হাজার লোক ভ্যাট দিয়েছে সেখানে ৬০ হাজারে উন্নীত হয়েছে এটা এনবিআরের প্রচেষ্টায় বলে মনে করেন তিনি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) সুলতান মোঃ ইকবাল। এছাড়াও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রেজাউল হাসান। সেমিনারে ২০১৫-১৬ অর্থবছরে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে ১৪০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠান সম্মাননা স্মারক ও কার্ড দেয়া হয়। জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান হলো- উৎপাদন খাতে, নরসিংদী গ্যাস ফিল্ড, গাজীপুর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এবং বার্জার পেইন্ট বাংলাদেশ লিঃ। ব্যবসায়িক পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হলো- এসসি জনসন প্রাইভেট লিমিটেড, গুলশানের ইউনিমার্ট এবং মিরপুরের প্রিন্স বাজার। সেবা খাতে সম্মাননা পান- ফাইবার এ্যাট হোম, ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন এবং ব্যুরো ভেরিতাস। ভ্যাট নিয়ে অবদান রাখার জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআইসহ ১৭টি চেম্বারকে সম্মাননা দেয়া হয়। ভ্যাট নিয়ে অবদান রাখার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও রেডিও ক্যাটাগরিতে এনবিআর সেরা রিপোর্টার হিসেবে ১৫ জনকে সম্মাননা দেয়া হয়। সেই সঙ্গে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা, তথ্য অধিদফতর, চলচিত্র প্রকাশনা অধিদফতর, গণযোগাযোগ অধিদফতরকে সম্মাননা দেয়া হয়। এ সময় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভ্যাট দিবসের পাশাপাশি ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে রাজস্ব বোর্ড। এ উপলক্ষে সপ্তাহব্যাপী থাকবে বিভিন্ন কর্মসূচি।
×