ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কানন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৩, ১১ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে কানন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ ডিসেম্বর ॥ রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের কানন মোড়ল হত্যার বিচারের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহত কাননের আত্মীয়স্বজনসহ ৫ শতাধিক গ্রামবাসী। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঠবাড়িয়া গ্রামের মৃত মান্নান মোড়লের ছেলে কানন মোড়লকে (২২) ৪ ডিসেম্বর রাতে মুখের মধ্যে টিস্যু পেপার ঢুকিয়ে স্কচটেপ দিয়ে মুখ আটকিয়ে শ^াসরোধ করে হত্যা করে। পরে কাননের লাশের গলায় রশি দিয়ে বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে। উল্লেখ্য, নিহত কাননের বড় বোনকে দীর্ঘদিন যাবত পাশের বাড়ির বখাটে আনন্দ বিশ^াস উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় এবং একটি নারীঘটিত ঘটনার সাক্ষী থাকায় কাননকে কয়েক বার হত্যার হুমকি দিয়ে আসছিল হত্যাকারীরা। এসব ঘটনার জের ধরে এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা। এ বিষয়ে নিহতের বোন জিয়াসমিন আক্তার বাদী হয়ে গত ৬ ডিসেম্বর রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ একই এলাকার জগন্নাথ মৃধা ও গোবিন্দ মৃধাকে গ্রেফাতার করেছে। ইবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। রবিবার দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, শামিমুল ইসলাম, আরিফ, সাগর, নজরুল, আশিক, রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের তুলনায় এ বছর ভর্তি ফি ৩ গুণের বেশি করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভর্তি ফি কমানোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
×