ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রূপচাঁদা চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৪:০২, ১১ ডিসেম্বর ২০১৭

রূপচাঁদা চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব শুরু আজ

নতুন ধান, নতুন অন্ন, নবান্ন উৎসবকে ঢাকার নাগরিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে ও সবার মাঝে ছড়িয়ে দিতে এবারও ‘শস্যের আহ্বানে বিজয়ের উল্লাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবান্ন উৎসব এবং বিজয় দিবসকে এক সুতোয় গাঁথতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোবিজ এন্টারটেইনমেন্ট আয়োজন করতে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। সোমবার থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে শুরু হবে ‘রূপচাঁদা চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব। উৎসবকে আকর্ষণীয় করতে এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাচ, গান, পুতুল নাচ, নাগরদোলা, পুঁথি পাঠ, বায়োস্কোপ, গাজীর কিসসা, পালকি ও লাঠিখেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। রূপচাঁদা নবান্ন উৎসবের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন ইন্দ্রমোহন রাজবংশী, শফী মন্ডল, কিরণ চন্দ্র রায়, ফকির আলমগীর, চন্দনা মজুমদার, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিনসহ প্রখ্যাত অনেক শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। আর এতসব আয়োজন উপভোগের পাশাপাশি মুখের স্বাদ বাড়াতে রয়েছে দেশের ঐতিহ্যবাহী সব রকমারী পিঠা-পুলির প্রদর্শনী। উৎসবে লামিয়া বি-বাড়িয়া পিঠাঘর, নেত্রকোনা পিঠাঘর, লাবণ্য নোয়াখালী পিঠাঘর, শরীয়তপুর পিঠাঘর, মানিকগঞ্জ পিঠাঘর, গোপালগঞ্জ পিঠাঘর, মনিচুরি পিঠাঘর, গ্রাম বাংলা পিঠাঘর, বিনোদন পিঠাঘর, ঘরকন্যা কুমিল্লা পিঠাঘর, বিক্রমপুরের পিঠা-পুলি, ময়মনসিংহ পিঠা পল্লীসহ প্রায় ৩২টি স্টলে দেশের বিভিন্ন এলাকার পিঠা-পুলি প্রদর্শন ও বিক্রয় করা হবে। -বিজ্ঞপ্তি
×