ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু ॥ শেরপুরে সাত ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৩, ৯ ডিসেম্বর ২০১৭

আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু ॥ শেরপুরে সাত ডাকাত গ্রেফতার

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৮ ডিসেম্বর ॥ এনায়েতপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের ভেকা গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ভেকা গ্রামের কৃষক জামাল হোসেনের ছেলে সোহাগ (৭) ও তার মেয়ে আল্লাদি (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। এ অবস্থায় আগুন নেভানোর পর দগ্ধ দুই ভাইবোনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাতেই শিশু সোহাগ মারা যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় আল্লাদি। শেরপুরে সাত ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ ডিসেম্বর ॥ পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে শহরের কাকলি গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে গাজীপুরের টঙ্গী উপজেলার দত্তপাড়া এলাকার মিজানুর রহমান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আব্দুর রশীদের ছেলে রেজাউল করিম ও ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ আলম, নরসিংদীর শ্রীনগর চেয়ারম্যান বাজারের শাহিন মিয়া, ঢাকা মহানগরের টিকাটুলী এলাকার রাসেল ওরফে রাজা, টাঙ্গাইলের বাসাইল উপজেলার একচালা গ্রামের রাসেল মিয়া ওরফে রুবেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গতুলিয়া গ্রামের ইব্রাহিম। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
×